ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

কাউন্সিলর রাজিবের বিরুদ্ধে মাদক মামলায় চার্জশীট

প্রকাশিত: ১১:১৮, ১ জানুয়ারি ২০২০

কাউন্সিলর রাজিবের বিরুদ্ধে মাদক মামলায় চার্জশীট

কোর্ট রিপোর্টার ॥ বহিষ্কৃত যুবলীগ নেতা ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ৩৩ নং ওয়ার্ডের কাউন্সিলর তারেকুজ্জামান রাজিবের বিরুদ্ধে সাত বোতল বিদেশী মদ উদ্ধারের মাদক আইনের মামলায় চার্জশীট দাখিল করেছে র‌্যাব। ঢাকা সিএমএম আদালতে র‌্যাব-২ এর এসআই (নিরস্ত্র) প্রণয় কুমার প্রামাণিক সোমবার এই চার্জশীট দাখিল করেন। আর এ তথ্যটি মঙ্গলবার প্রকাশ পায়। একই কর্মকর্তা গত ২২ নবেম্বর অবৈধ অস্ত্র রাখার অভিযোগে মামলায় আদালতে চার্জশীট দাখিল করেন। গত ১৯ অক্টোবর রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার একটি বাড়ি থেকে রাজিবকে গ্রেফতার করা হয়। ওই সময় র‌্যাব সদর দফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলমের উপস্থিতিতে রাজিবের দখল ও নিয়ন্ত্রণ হতে অস্ত্র, গুলি এবং অবৈধ মাদক সাত বোতল বিদেশী মদ উদ্ধার করেন। ওই ঘটনায় ভাটারা থানায় অস্ত্র ও মাদক আইনে দুটি মামলা দায়ের করেন র‌্যাব-১ এর ডিএডি মিজানুর রহমান। পরে ৬ নবেম্বর দুদক এ আসামির বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের মামলায় একটি মামলা করে। মামলাটি বর্তমানে তদন্তাধীন আছে।
×