ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

এ সরকারের অধীনে নির্বাচন সুষ্ঠু হবে না ॥ ফখরুল

প্রকাশিত: ১১:১৭, ১ জানুয়ারি ২০২০

এ সরকারের অধীনে নির্বাচন সুষ্ঠু হবে না ॥ ফখরুল

স্টাফ রিপোর্টার ॥ এ সরকারের অধীনে সিটি কর্পোরেশন নির্বাচনসহ কোন নির্বাচন সুষ্ঠু হবে না বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার সকালে ছাত্রদলের ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংগঠনের নেতাকর্মীদের নিয়ে রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। বর্তমান সরকারের বিরুদ্ধে আন্দোলন হবে উল্লেখ করে তিনি বলেন, ছাত্রদলের নেতৃত্বেই দেশে গণঅভ্যুত্থান হবে। ঢাকার দুই সিটি কর্পোরেশন নির্বাচন প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেন, বর্তমান সরকার ও নির্বাচন কমিশনের অধীনে কখনোই অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হতে পারে না। এরপরও আমরা যেহেতু গণতান্ত্রিক রাজনীতি করি, তাই গণতন্ত্রের স্বার্থে এবং জনগণের কাছে পৌঁছানোর জন্য ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনে আমরা অংশ নিয়েছি। নতুন বছরের প্রত্যাশা ও পুরনো বছরের মূল্যায়ন প্রসঙ্গে ফখরুল বলেন, বিগত বছরটি ছিল ‘গণতন্ত্র হত্যার’ বছর। মানুষের অধিকারকে কেড়ে নেয়ার বছর এবং ফ্যাসিবাদের জয়ের বছর। এই বছর যারা গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছেন তারা লাঞ্ছিত হয়েছেন। বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার সাজা বাড়ানো হয়েছে। হাজার হাজার নেতাকর্মীকে মামলা দিয়ে হয়রানি করা হয়েছে। তিনি বলেন, আমরা সবসময়ই নতুন বছরে নতুন করে ভাবতে চাই। নতুন করে স্বপ্ন দেখতে চাই এবং নতুন করে স্বপ্নকে বাস্তবায়িত করার জন্য সংগঠনকে আমরা আরও শক্তিশালী করতে চাই। এদিকে মঙ্গলবার এক বিবৃতিতে আগের দিন বাম জোটের মিছিলে পুলিশী হামলার নিন্দা জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিবৃতিতে তিনি বলেন, বাম গণতান্ত্রিক জোট তাদের শান্তিপূর্ণ মিছিলের কর্মসূচী পালনের সময় পুলিশের বর্বরোচিত হামলা দুঃশাসনের একটি কালো নজির। এটি এক কা-জ্ঞানহীন উন্মত্ততা। এ সরকারের শাসনকে টিকিয়ে রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের বিবেক বিসর্জন দিয়ে রক্ত ঝরানোর আনন্দে মেতে আছে।
×