ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

এবারের পুলিশ সপ্তাহে পদক পাচ্ছেন ১১৮ জন

প্রকাশিত: ১১:১৩, ১ জানুয়ারি ২০২০

এবারের পুলিশ সপ্তাহে পদক পাচ্ছেন ১১৮ জন

স্টাফ রিপোর্টার ॥ আগামী ৫ জানুয়ারি রাজারবাগ পুলিশ লাইনে শুরু হচ্ছে ‘পুলিশ সপ্তাহ-২০২০’। এবারের পুলিশ সপ্তাহে পদক পেতে যাচ্ছেন ১১৮ পুলিশ সদস্য। বিদায়ী বছর ২০১৯ সালে সাহসিকতা, বীরত্বপূর্ণ কাজ, গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদ্ঘাটন, অপরাধ নিয়ন্ত্রণ, দক্ষতা, কর্তব্যনিষ্ঠা, সততা ও শৃঙ্খলামূলক আচরণ ও সাহসিকতাপূর্ণ কাজের জন্য পদক দেয়া হচ্ছে। পুলিশ সপ্তাহের উদ্বোধন, প্যারেড পরিদর্শন শেষে পদকপ্রাপ্তদের পদক পরিয়ে দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পুলিশ সদর দফতর সূত্রে এ খবর জানা গেছে। পুলিশ সদর দফতর সূত্রে জানা গেছে, আগামী ৫ জানুয়ারি সকাল ৯টায় ঢাকা মেট্রোপলিটন পুলিশ লাইন্স, রাজারবাগ, ঢাকায় অনুষ্ঠিত হবে পুলিশ প্যারেড অনুষ্ঠান। প্রধানমন্ত্রী শেখ হাসিনা অভিবাদন গ্রহণ ও প্যারেড পরিদর্শন করবেন। অনুষ্ঠান সূচীর মধ্যে রয়েছে সকাল ৮-১৫ মিনিটে অতিথিবৃন্দের আগমন, সকাল ৮-২০ মিনিটে প্যারেডের স্থান গ্রহণ, সকাল ৮-৫৯ মিনিটে মাননীয় প্রধানমন্ত্রীর আগমন, সকাল ৯ টায় প্রধানমন্ত্রীর অভিবাদন গ্রহণ, প্যারেড পরিদর্শন শেষে পদক প্রদান, মাননীয় প্রধানমন্ত্রীর ভাষণ, প্যারেড মার্চ আউট। সকাল ১০টায় আপ্যায়ন, প্যারেড অনুষ্ঠানের সমাপ্তি। পুলিশ সদর দফতর সূত্রে জানা গেছে, পুলিশের চারটি ক্যাটাগরিতে এবার পদক দেয়া হচ্ছে। চারটি ক্যাটাগরির মধ্যে রয়েছে ‘বাংলাদেশ পুলিশ পদক- সেবা’ (বিপিএম-সেবা), ‘বাংলাদেশ পুলিশ পদক-সাহসিকতা’ (বিপিএম-সাহসিকতা) ‘রাষ্ট্রপতি পুলিশ পদক-সেবা’ (পিপিএম সেবা) এবং ‘রাষ্ট্রপতি পুলিশ পদক-সাহসিকতা’ (পিপিএম সাহসিকতা)। এবার ১৪ জনকে দেয়া হচ্ছে বিপিএম সেবা, ২৮ জনকে বিপিএম সাহসিকতা, পিপিএম সেবা ২০ জন এবং পিপিএম সাহসিকতা ৫৬ জন। ২০১৯ সালে ৩৪৯ পুলিশ সদস্যকে পুলিশ পদক দেয়া হয়। এবার পুলিশ পদক দেয়া হচ্ছে ১১৮ জনকে। আগের বছরের তুলনায় এবার ২৩১ জন কম পুলিশ পদক পাচ্ছেন। আগের বছর নির্বাচনী বছর উপলক্ষে পদকপ্রাপ্তদের সংখ্যা বৃদ্ধি পায়। এ বছর মাঠ পুলিশে পারফরমেন্সের ভিত্তিতে এবার ১১৮ পুলিশ কর্মকর্তাকে পদক দেয়া হচ্ছে। ২০১৮ সালে সাহসিকতা ও বীরত্বপূর্ণ কাজের জন্য ১৮২ জনকে পুলিশ পদক দেয়া হয়। এর আগের বছর ২০১৭ সালে পদক দেয়া হয় ১৩২ জনকে। এর আগের বছর ২০১৬ সালে পদক দেয়া হয় ১২২ জনকে। ২০১৫ সালে ৮৬ জন ও ২০১৪ সালে ১০৫ পুলিশ পদক দেয়া হয়। পুলিশ সদর দফতর সূত্রে জানা গেছে, পুলিশের অতিরিক্ত আইজিপি মঈনুর রেজা চৌধুরীর নেতৃত্বে পাঁচ সদস্যের পদক কমিটি পদকপ্রাপ্তদের তালিকা চূড়ান্ত করেছে। পদক কমিটি যাচাই-বাছাই শেষে পুলিশ সদর দফতর থেকে পদকের জন্য বৃহস্পতিবার ১২০ জনের তালিকা পাঠায়। স্বরাষ্ট্র মন্ত্রণালয় ১১৮ জনকে পদক দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। বিদায়ী বছরজুড়ে ভাল কাজ, গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদঘাটন, অপরাধ নিয়ন্ত্রণ, দক্ষতা, কর্তব্যনিষ্ঠা, সততা ও শৃঙ্খলামূলক আচরণ ও সাহসিকতাপূর্ণ কাজের জন্য পদক দেয়া হচ্ছে। চলতি বছর পদক দেয়ার ক্ষেত্রে দু-একটি বিশেষ ক্ষেত্র ছাড়া গত বছর যারা এ পদক পেয়েছেন এবার তাদের তালিকার বাইরে রাখা হয়েছে।
×