ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

আলোচিত ঘটনা ২০১৯

প্রকাশিত: ১১:০৪, ১ জানুয়ারি ২০২০

আলোচিত ঘটনা ২০১৯

স্টাফ রিপোর্টার ॥ ঘটনাপ্রবাহ স্মৃতির পাতায় বহুদিন বহুকাল বাঁচিয়ে রাখবে আলোচিত ২০১৯ বছরটিকে। চুড়িহাট্টায় আগুন লেগেছে তো আবরার ফাহাদ হত্যা হয়েছে। একদিকে পেঁয়াজের দাম বেড়েছে যেমন তেমনি ফেনীর এক মাদ্রাসা ছাত্রী নুসরাত ফারিয়া রাফির শরীর আগুনে জ্বালিয়ে দেয়া হয়েছে। ক্যাসিনো কা- কিংবা সাকিব আল হাসানের নিষেধাজ্ঞা, পদ্মা সেতুর জন্য মাথার প্রয়োজন এমন গুজবে হুলস্থূল সৃষ্টি হয়েছে সারাদেশে। কোন ঘটনাই একটি আরেকটি থেকে কম আলোচিত ছিল না। আলোচিত এসব স্মৃতি পাঠকদের মনে করিয়ে দিতেই নতুন বছরের শুরুতে আমাদের এই প্রয়াস। আগুন ছিল আলোচনায় চুড়িহাট্টা থেকে এফআর টাওয়ার সেখান থেকে কেরানীগঞ্জ-আগুনের লেলিহান শিখায় সম্পদ ধ্বংস করেনি পুড়িয়ে ছাই করে দিয়েছে মানুষের মন। বছরের ২০ ফেব্রুয়ারি রাত দশটা ৩৮ চকবাজারের চুড়িহাট্টা এক ভয়াবহ অগ্নিকা-ের ঘটনা ঘটল। পরের দিন সকালে প্রভাতফেরির বিষণœতাকে ছাপিয়ে গেল মানুষের মৃত্যুর খবর। সব মিলেয়ে ৭১ জনের মৃত্যুর ভয়াবহতা চুড়িহাট্টাকে বছরজুড়েই আলোচনায় রেখেছিল। কিন্তু এই ভয়াবহতার রেশ কাটতে না কাটতে বছরের ২৮ মার্চ ব্যস্ত দুপুরে যখন অফিসপাড়ায় মানুষের আনাগোনা আগুন আবার আগ্রসী হয়ে উঠল। রাজধানীর বনানীর ফারুক রূপায়ন (এফ আর) টাওয়ারে দৃষ্টি আটকে গেল দেশের সব মানুষের। অগ্নিকা-ের ঘটনাটি দেশের বেসরকারী টেলিভিশনগুলো সরাসরি সম্প্রচার করে। ভয়াবহ আগুন থেকে বাঁচতে এফআর টাওয়ার থেকে লাফিয়ে পড়ে জীবন বাঁচতে মৃত্যুকে আলিঙ্গনের ঘটনা যেন চোখে লেগে থাকবে আরও বহুকাল। আগুন থেকে বাঁচতে অভিজাত এই ভবনের দুর্বলতার চিত্র ফুটে উঠেছে। কিন্তু আদৌ কি বিচার হবে তাদের। নাকি আইনের ফাঁক গলিয়ে অপরাধীরা থেকে যাবেন ধরাছোঁয়ার বাইরে। এ ঘটনায় ২৬ প্রাণের যে পরিণতি তা আর কেউ কোন দিন হয়তো দেখতে চাইবেন না। বছরের শেষ সময়ে এসে গত ১১ ডিসেম্বর কেরানীগঞ্জে প্লাস্টিক কারখানার আগুনে ২২ জনের মৃত্যু হয়। গাজীপুরের একটি ফ্যান কারখানায় গত ১৫ ডিসেম্বর আগুনে পুড়ে মারা যায় আরও ১০ শ্রমিক। এতেই প্রমাণ হয় শিল্পে শ্রমিকের জীবন কতটা অনিরাপদ। পেঁয়াজের দামে উল্লম্ফন আর লবণ গুজব ভারত গত ১৩ সেপ্টেম্বর টনপ্রতি পেঁয়াজের দাম ৮৫০ ডলার বেঁধে দেয়। আর ২৯ সেপ্টেম্বর পেঁয়াজ রফতানি একেবারে নিষিদ্ধ করে দেয়। এরপর পেঁয়াজ নিয়ে দেশে কি হলো তা কি আর বলতে হয়। প্লেনে চড়ে পেঁয়াজ এলো বঙ্গদেশ দর্শনে। কেউ মিসরের পেঁয়াজ কিনছেন তো কেউ তুরস্ক কেউবা আবার মিয়ানমার কিংবা পাকিস্তান। আর কেউ কেউ তো পাকিস্তানি পেঁয়াজ খেতে হবে এই ঘৃণায় পেঁয়াজ খাওয়াই ছেড়ে দিয়েছেন। তবে পেঁয়াজের দাম বৃদ্ধিতে ফেসবুক ট্রল ছিল আলোচনায়। মানুষ ব্যঙ্গাত্মক রসাত্মকভাবেও পেঁয়াজের দাম বৃদ্ধির কষ্টকে উপভোগ্য করে তুলেছিল। পেঁয়াজের দাম বৃদ্ধির মধ্যেই কারা যেন গুজব ছড়িয়ে লবণের দাম বাড়িয়ে ছিল। হুজুগে বাঙালী ৩৫ টাকা কেজি দরের লবণ কিনল ৮০ থেকে ১০০ এমনকি কোথাও কোথাও দেড়শ’ টাকায়। কিন্তু সেই গুজব স্থায়ী হয়নি। আলোচিত দুই হত্যা ফেনীর এক মাদ্রাসা ছাত্রী নুসরাত ফারিয়া রাফি। মাদ্রাসার অধ্যক্ষ এসএম সিরাজ উদ দৌলার শ্লীলতাহানির প্রতিবাদ করেছিলেন। আর সেই প্রতিবাদে ক্ষিপ্ত হয়ে সিরাজের নির্দেশে নুসরাতের গায়ে কেরোসিন ঢেলে আগুন জ¦ালিয়ে দেয়া হয়। বছরের ৬ এপ্রিল আগুন দেয়া নয় নুসরাতের শরীরে আর ১০ এপ্রিল সে মৃত্যুকে হারমানাতে ব্যর্থ হয়। বছরের ২৬ জুন বরগুনা সরকারী কলেজের প্রধান ফটকের বাইরে শাহনেয়াজ রিফাত শরীফকে কুপিয়ে গুরুতর জখম করে এক দল সন্ত্রাসী। এই হত্যাকা-ের ভিডিও মুহূর্তে ভাইরাল হয়। সারাদেশকে এই নির্মমতা নাড়া দেয়। এই হত্যাকা-ের আলোচনায় ছিল বছরজুড়েই। ছেলে ধরা সন্দেহে গণধোলাই-হত্যা বছরের ঠিক মাঝামাঝি সময়ে কোন একটি পক্ষ গুজব ছড়িয়ে দেয় পদ্মা সেতুর জন্য মানুষের মাথা প্রয়োজন হচ্ছে। সামাজিক যোগাযোগের মাধ্যমে ওই পক্ষটি গুজব নয় বিষয়টি সত্য বলে প্রচার করতে থাকে। জুন এবং জুলাই মাসে এই আলোচনা সারাদেশে ডালপাল মেলে। এর মধ্যে গত ১৮ জুলাই নেত্রকোনায় সাত বছরের এক ছেলের মাথা কেটে নিয়ে ব্যাগে ভরে ঘোরাফেরা করার সময় সাধারণ মানুষ এক যুবককে আটক করে গণধোলাই দেয়। ওই যুবক ঘটনাস্থলেই নিহত হয়। এরপর সারাদেশে ছেলে ধরা সন্দেহে অনেককে পিটিয়ে হত্যা করে বিশৃঙ্খল একটি চক্র। বছরজুড়েই এই আতঙ্ক আলোচনায় ছিল। সাকিব আল হাসানের নিষেধাজ্ঞা বাংলাদেশ ক্রিকেটের প্রাণভ্রমরা সাকিব আল হাসান। বিশ^সেরা অলরাউন্ডারকে এক বছরের স্থগিত নিষেধাজ্ঞাসহ দুই বছরের জন্য সব রকমের ক্রিকেটীয় কার্যক্রম থেকে নিষিদ্ধ করা হয় চলতি বছর। আইসিসির দুর্নীতিবিরোধী ইউনিটের কাছে দায় স্বীকার করে সাকিব এই সাজা মেনে নেন। তিনবার জুয়াড়িদের কাছ থেকে ম্যাচ পাতানোর প্রস্তাব পেলেও আইসিসির দুর্নীতিবিরোধী ইউনিটকে না জানানোয় এই শাস্তি পান বিশ^ ক্রিকেটের বড় তারকা। গত ২৯ অক্টোবর সাকিবের এই শাস্তির ঘোষণা দেয় আন্তর্জাতিক ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসি। দুই বছরের নিষেধাজ্ঞা পেয়েছেন বাঁ হাতি অলরাউন্ডার। তবে এক বছরের শাস্তি স্থগিত থাকবে। প্রথম এক বছরের নিষেধাজ্ঞা চলাকালীন নতুন করে কোন অপরাধ না করলে পরবর্তী এক বছরের শাস্তি পেতে হবে না তাকে। সেক্ষেত্রে ২০২০ সালের ২৯ অক্টোবর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে পারবেন তিনি। ডাকসু নির্বাচন দীর্ঘ ২৮ বছর ১০ মাস পর গত বছরে ১১ মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন অনুষ্ঠিত হয়। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের ১৮টি আবাসিক হল সংসদের নির্বাচনও হয়। ডাকসু ও হল সংসদে প্রতিদ্বন্দ্বিতা করেন মোট ৭৩৮ প্রার্থী। চূড়ান্ত তালিকায় মোট ভোটার সংখ্যা ছিল ৪৩ হাজার ২৫৫ জন। নির্বাচনে ভিপি নির্বাচিত হন কোটা সংস্কার আন্দোলনে নেতৃত্ব দেয়া সংগঠন বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের প্রার্থী নুরুল হক। তিনি পান ১১ হাজার ৬২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি মোঃ রেজোয়ানুল হক চৌধুরী (শোভন) পান ৯ হাজার ১২৯ ভোট। সাধারণ সম্পাদক (জিএস) পদে ১০ হাজার ৪৮৪ ভোট পেয়ে বিজয়ী হন ছাত্রলীগের গোলাম রাব্বানী। বছরজুড়ে নানা ভাবে হামলার শিকার হওয়া নুরুল হক ছিলেন আলোচনায়। ক্যাসিনো কা- এবং দুর্নীতি বিরোধী অভিযান ফকিরাপুল ইয়ংমেন্স ক্লাবে গত ১৮ সেপ্টেম্বর অভিযান চালায় র‌্যাব। যুবলীগ নেতাদের ছত্রছায়ায় রাজধানীতে নাম করা ক্লাবগুলোতে জুয়ার আসর বসার খবর প্রকাশ পায়। বিভিন্ন ক্লাবে খেলাধুলার আড়ালে জুয়ার আসর বসার তথ্য প্রকাশ পায়। এ ঘটনার জেরে যুবলীগের প্রভাবশালী নেতা ইসমাইল হোসেন চৌধুরী সম্রট গ্রেফতার হন। শুরু হয় দুর্নীতি বিরোধী অভিযান যাতে যুবলীগ নেতা পরিচয় দেয়া জিকে শামীম, খালিদ মাহমুদকে গ্রেফতার করা হয়। গোয়েন্দা নজরদারিতে থাকা আরও অনেকে বেড়াচ্ছেন পালিয়ে। সরকারে থাকা অবস্থায় সরকার সমর্থকদের শাস্তি দেয়ার ঘটনা বিরল। প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই উদ্যোগ বছরজুড়েই প্রশংসা কুড়িয়েছে। হলি আর্টিজান মামলার রায় তিন বছর আগের ঘটনা কূটনীতিকপাড়া গুলশানে হলি আর্টিজান বেকারিতে এক দল জঙ্গী হামলা চালিয়েছিল। রাতের সেই বিভীষিকা এখনও স্মৃতিতে জল জল করছে। সরকার ঘোষণা করেছিল বাংলাদেশের মাটি কখনও জঙ্গীবাদের ঘাঁটিতে পরিণত হতে পারবে না। নজিরবিহীন জঙ্গী হামলায় ২২ জনকে হত্যার দায়ে গত ২৭ নবেম্বর নব্য জেএমবির সাত সদস্যের ফাঁসির রায় দিয়েছে আদালত। সর্বোচ্চ সাজার আদেশ পাওয়া জাহাঙ্গীর হোসেন ওরফে রাজীব গান্ধী, আসলাম হোসেন ওরফে র‌্যাশ, আব্দুস সবুর খান, রাকিবুল হাসান রিগ্যান, হাদিসুর রহমান, শরিফুল ইসলাম ওরফে খালেদ ও মামুনুর রশিদ রিপনের উপস্থিতিতেই রায় ঘোষণা করেন বিচারক। আবরার ফাহাদ হত্যাকা- বছরের ৭ অক্টোবর প্রথম দিকে বাংলাদেশ প্রকৌশল বিশ^বিদ্যালয়ে (বুয়েট) তড়িৎ এবং ইলেট্রোনিক প্রকৌশল বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র আবরার ফাহাদকে ভিন্নমত অবলম্বন করায় শিবির আখ্যা দিয়ে হত্যা করে ছাত্রলীগ। মুহূর্তেই ছাত্র সমাজ প্রতিবাদে ফেটে পড়ে। সরকার এবং বুয়েট প্রশাসন খুনীদের বিরুদ্ধে সর্বাত্মক ব্যবস্থা গ্রহণের ঘোষণা দেয়। মেধাবি এই ছাত্রের মৃত্যুর ঘটনা চোখ খুলে দেয়। জানা যায় কিভাবে সিনিয়ররা জুনিয়রদের নির্যাতন করে বুয়েটে। র‌্যাগিংয়ের নামে এভাবে নির্যাতন বন্ধে বিশ^বিদ্যালয়গুলো সোচ্চার হয়। বুয়েট এ ঘটনায় ২৬ ছাত্রকে আজীবন বহিষ্কার করে। ডেঙ্গু পরিস্থিতি বছরের এপ্রিল থেকে দেশে ডেঙ্গুর প্রকোপ শুরু হয়। বছরের শেষ নাগাদ ডেঙ্গুর আতঙ্ক ছিল দেশজুড়ে। ঢাকা এবং ঢাকার বাইরেও ডেঙ্গুতে অনেক মনুষের মৃত্যু হয়েছে। একটু আগে ভাগে বৃষ্টি শুরু হওয়াতে এডিস মশার বিস্তার ঘটে। যা ডেঙ্গু রোগ ছড়িয়ে পড়ার অন্যতম প্রধান কারণ হিসেবে দেখা হচ্ছে। সরকারী হিসেবে ডেঙ্গু রোগে মৃত্যুর সংখ্যা ১৪৮ জন। তবে বেসরকারী হিসেবে এই সংখ্যা আরও বেশি। বলা হচ্ছে সময়মতো মশার ওষুধ না ছিটানোতে ডেঙ্গুর প্রকোপ ছিল অন্য বছরের চেয়ে বেশি। ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেন দুর্ঘটনা ব্রাহ্মণবাড়িয়ার কসবায় গত ১২ নবেম্বর এক ভয়াবহ ট্রেন দুর্ঘটনা ঘটে। কসবার মন্দবাগে চট্টগ্রাম থেকে ঢাকামুখী তূর্ণ নিশীথা এবং সিলেট থেকে চট্টগ্রামগামী উদয়ন এক্সপ্রেসের মুখোমুখি সংঘর্ষে একটি ট্রেনের বগি আরেকটি ট্রেনের মধ্যে ঢুকে যায়। এ ঘটনায় অন্তত ১৬ জন নিহত হন। তূর্ণ নিশীথার চালক সিগনাল না মানাতে এ দুর্ঘটনা ঘটে। রাজাকারের তালিকা প্রকাশ গত ১৬ ডিসেম্বর মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় ১০ হাজার ৭৮৯ জনের রাজাকারের তালিকা প্রকাশ করে। কিন্তু তালিকা প্রকাশের পরই দেখা যায় এর মধ্যে অনেক মুক্তিযোদ্ধার নাম রয়েছে। সারা দেশের ব্যাপক সামালোচনার মধ্যে তালিকাটি প্রত্যাহার করে নেয়া হয়। মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আ ক ম মোজ্জামেল হক বলেছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে তালিকা নিয়ে যাচাই-বাছাই না করে প্রকাশ করে বে-আক্কেলের মতো কাজ করেছি। আওয়ামী লীগের কাউন্সিল বছরের শেষ দিকে গত ২১ এবং ২২ ডিসেম্বর ক্ষমতাসীন দল আওয়ামী লীগের কাউন্সল অনুষ্ঠিত হয়। এতে শেখ হাসিনা পুনরায় সভাপতি এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হন ওবায়দুল কাদের। দলটি এ বছর যুবলীগ, যুব মহিলা লীগ, শ্রমিক লীগ, কৃষক লীগ, তাঁতী লীগ, স্বেচ্ছাসেবক লীগসহ সহযোগী সংগঠনগুলোর কাউন্সিল করে নতুন নেতৃত্ব নির্বাচন করে।
×