ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশী যুবক খুন

প্রকাশিত: ০৯:২৯, ১ জানুয়ারি ২০২০

দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশী যুবক খুন

নিজস্ব সংবাদদাতা, মাধবপুর, হবিগঞ্জ, ৩১ ডিসেম্বর ॥ জীবিকার তাগিদে দক্ষিণ আফ্রিকায় গিয়ে খুন হলেন বাংলাদেশী যুবক। এ খবর বাংলাদেশে ওই যুবকের পরিবারে পৌঁছলে কান্নায় ভেঙ্গে পড়েন পরিবারের সদস্যরা। নিহত ব্যবসায়ী শেখ জিয়ায়ুর রহমান (রাজিব) মাধবপুর উপজেলার শাহজাহানপুর গ্রামের মৃত ফজলুল রহমানের ছেলে। নিহতের বড় ভাই লিটন জানান, প্রায় ১০ বছর আগে জীবিকার তাগিদে দক্ষিণ আফ্রিকায় পাড়ি জমান শেখ জিয়ায়ুর রহমান। দক্ষিণ আফ্রিকায় তার দুই ফুফাত ভাই থাকত। প্রথমে তাদের সঙ্গে গিয়ে কাজ করত শেখ জিয়ায়ুর রহমান। গত ৪ বছর আগে দক্ষিণ আফ্রিকায় ইস্ট লন্ডন শহরের মইস টাউন লেডিপে নিজেই একটি কনফেকশনারী দোকান দেয় শেখ জিয়ায়ুর রহমান। গত ২৯ ডিসেম্বর রাত সাড়ে ১১টায় একদল আফ্রিকান সন্ত্রাসী শেখ জিয়ায়ুর রহমানের ব্যবসা প্রতিষ্ঠানে গিয়ে গুলি বর্ষণ করে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রে হসপিটাল ইস্ট লন্ডন হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় ৩০ ডিসেম্বর সকাল সাড়ে ১০টায় তার মৃত্যু হয়। নিহত শেখ জিয়ায়ুর রহমানের ফুফাত ভাই হানিফ বাংলাদেশে নিহতের বড় ভাই শেখ লিটনের নিকট ফোন করে রাজিবের মৃত্যু খবর দেয়। রাজিবের মৃত্যু সংবাদ পেয়ে তার পরিবারের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। নিহতের বড় ভাই শেখ লিটন জানান, অনেক কষ্ট করে আমরা রাজিবকে বিদেশে পাঠাই।
×