ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

আমরণ অনশনে অসুস্থ হয়ে পড়ছেন খুলনার পাটকল শ্রমিকরা

প্রকাশিত: ০৯:২৫, ১ জানুয়ারি ২০২০

আমরণ অনশনে অসুস্থ হয়ে পড়ছেন খুলনার পাটকল শ্রমিকরা

স্টাফ রিপোর্টার, খুলনা অফিস ॥ পাটকল শ্রমিকদের মজুরি কমিশন বাস্তবায়ন, নিয়মিত মজুরি পরিশোধ, পাবলিক প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) বাতিলসহ ১১ দফা দাবিতে খুলনায় রাষ্ট্রায়ত্ত পাটকল শ্রমিকদের আমরণ অনশন কর্মসূচী অব্যাহত রয়েছে। মঙ্গলবার তৃতীয় দিন পর্যন্ত অন্তত ২৫ শ্রমিক ঠা-াজনিত অসুস্থতায় ভুগছেন। এদের মধ্যে তিন শ্রমিককে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যরা অনশনস্থলে ও খালিশপুরের একটি ক্লিনিকে চিকিৎসা নিচ্ছেন। এদিকে রাষ্ট্রায়ত্ত পাটকল শ্রমিকদের ১১ দফা দাবির সমর্থনে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি খুলনা জেলা ও মহানগরী শাখার উদ্যোগে মঙ্গলবার নগীতে মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। খুলনা-যশোর অঞ্চলে ৯ রাষ্ট্রায়ত্ত পাটকল রয়েছে। এর মধ্যে রবিবার দুপুর ২টার পর থেকে খালিশপুর বিআইডিসি রোডে তাবু টানিয়ে দ্বিতীয় দফায় অনশন কর্মসূচী পালন করছেন খালিশপুরে অবস্থিত প্লাটিনাম, ক্রিসেন্ট, খালিশপুর ও দৌলতপুর এবং দিঘলিয়া উপজেলার স্টার জুটমিলের শ্রমিকরা। এ ছাড়া খুলনার আটরা শিল্পাঞ্চলের ইস্টার্ন জুটমিলের সামনে ইস্টার্ন জুটমিল ও আলিম জুটমিলের শ্রমিকরা অনুরূপ কর্মসূচী পালন করছে। বাংলাদেশ রাষ্ট্রায়ত্ত পাটকলের সিবিএ- ননসিবিএ সংগ্রাম পরিষদের ডাকে এ কর্মসূচী পালিত হচ্ছে। শ্রমিকরা কাজ বন্ধ রেখে অনশন কর্মসূচীতে অংশ নেয়ায় খুলনার পাটকলসমূূহে উৎপাদন বন্ধ রয়েছে। শ্রমিক নেতারা ক্ষোভ প্রকাশ করে বলেন, রাষ্ট্রায়ত্ত খাতের শ্রমিকদের জন্য মজুরি কমিশন ঘোষণা হয়েছে ২০১৫ সালে। রাষ্ট্রায়ত্ত অন্য সকল সেক্টরে তা বাস্তবায়ন হয়েছে। কিন্তু পাটকল শ্রমিকদের ২০১৫ সালে ঘোষিত মজুরি কমিশনের রোয়েদাদ এখনও বাস্তবায়ন হয়নি। অনশনরতরা পাটমন্ত্রীর বিরুদ্ধে ও দাবির সমর্থনে মাঝে মাঝে সেøাগান দেন। শ্রমিকরা বলেন, মজুরি কমিশন বাস্তবায়ন হয়নি, নিয়মিত মজুরিও দেয়া হয় না। অভাব অনটনে বেঁচে থাকা কষ্টকর হয়ে পড়ছে। তাদের অভিযোগ উদ্দেশ্যপ্রণোদিতভাবে মজুরি কমিশন বাস্তবায়ন করা হয়নি। বাংলাদেশ পাটকলের সিবিএ-ননসিবিএ সংগ্রাম পরিষদের যুগ্ম আহ্বায়ক ও ক্রিসেন্ট জুটমিল শ্রমিক ইউনিয়নের নেতা মোঃ মুরাদ হোসেন বলেন, অনশন কর্মসূচীতে অংশ না নেয়া যশোর জেলার নওয়াপাড়ার জেজেধাই (যশোর জুট ইন্ডাস্ট্রি) ও কার্পেটিং জুটমিলের শ্রমিক নেতাদের সঙ্গে এ বিষয়ে আলোচনা করার সিদ্ধান্ত হয়েছে। মঙ্গলবার সংগ্রাম পরিষদের এক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয় বলে তিনি জানান। প্লাটিনাম জুবিলী জুট মিল্স সিবিএ সভাপতি শাহানা শারমিন বলেন, বিজেএমসি, শ্রম মন্ত্রণালয ও পাট মন্ত্রণালয়ের সঙ্গে কয়েকদফা বৈঠক হয়েছে। তারা বার বার মজুরি কমিশন বাস্তবায়নের জন্য সময় নিচ্ছে। শ্রমিকরা আর সময় দিতে চায় না। তারা দাবি আদায় না হওয়া পর্যন্ত ঘরে ফিরে যাবে না। তিনি বলেন শীতের কারণে ২০-২৫ শ্রমিক অসুস্থ হয়ে পড়েছে। এর মধ্যে প্লাটিনামের মোঃ শাহ আলম, আবু হোসেন এবং ক্রিসেন্ট জুটমিলের একজন শ্রমিককে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। শ্রমিকদের দাবির সমর্থনে ওয়ার্কার্স পার্টির মিছিল রাষ্ট্রায়ত্ত পাটকল শ্রমিকদের দাবির সমর্থনে মঙ্গলবার সকালে বালংলাদেশের ওয়ার্কার্স পার্টি খুলনা জেলা ও নগর শাখার উদ্যোগে নগরীতে মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। দলীয় কার্যালয় থেকে মিছিলটি বের হয়ে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এতে প্রধান অতিথি ছিলেন পার্টির পলিটব্যুরো সদস্য তালা-কলারোয়া আসনের সংসদ সদস্য মোস্তফা লুৎফুল্লা। পরে তিনি খালিশপুর, আফিলগেট শিল্পাঞ্চলের শ্রমিকদের সঙ্গে একাত্মতা ঘোষণা করেন। ওয়ার্কার্স পার্টির নেতারা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা শ্রমিকবান্ধব। তার সময়েই বন্ধ মিল চালু হয়েছে। সরকারের মধ্যে ঘাপটি মেরে থাকা একটি চক্র সরকারের ভাবমূর্তি নষ্টের ষড়যন্ত্র করছে। তারা প্রধানমন্ত্রীর কাছে শ্রমিকদের যৌক্তিক দাবি তুলে ধরছে না। তাই এ বিষয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ প্রয়োজন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য দেন পার্টির জেলা সভাপতি এ্যাডভোকেট মিনা মিজানুর রহমান, কেন্দ্রীয় সদস্য দীপংকর সাহা দিপু, নগর সভাপতি শেখ মফিদুল ইসলাম, সাধারণ সম্পাদক ফারুখক উল ইসলাম, দেলোয়ার উদ্দিন দিলু, শ্রমিক নেতা খলিলুর রহমান, নারায়ণ সাহা, হাফিজুর রহমান, আরিফুর রহমান বিপ্লব প্রমুখ। নরসিংদী স্টাফ রিপোর্টার নরসিংদী থেকে জানান, মজুুরি কমিশন বাস্তবায়ন, বকেয়া মজুরি প্রদানসহ ১১ দফা দাবিতে তৃতীয় দিনের মতো মঙ্গলবার আমরণ অনশন করছে নরসিংদীর ইউএমসি জুটমিলের শ্রমিকরা। তীব্র শীত উপেক্ষা করে রাতভর অনশন স্থলে অবস্থান করেন শ্রমিকরা। অনশনে অংশ নিয়ে দুই দিনে অসুস্থ হয়ে পড়েছে তিনজন শ্রমিক। বাংলাদেশ রাষ্ট্রায়ত্ত পাটকল শ্রমিক ইউনিয়ন সিবিএ-নন সিবিএ সংগ্রাম পরিষদের উদ্যোগে অনশন কর্মসূচী পালন করছে শ্রমিকরা। শ্রমিকরা জানান, দাবি বাস্তবায়নে শ্রম প্রতিমন্ত্রী আরও একমাস সময় চেয়েছেন। কিন্তু তারা দাবি বাস্তবায়নের কোন আশা দেখছেন না। তাই তারা আমরণ অনশন শুরু করেছেন। এর আগে দাবি বাস্তবায়নে বাংলাদেশ রাষ্ট্রায়ত্ত পাটকল শ্রমিক সিবিএ-নন সিবিএ সংগ্রাম পরিষদের উদ্যোগে গত ১০ ডিসেম্বর থেকে শুরু করা আমরণ অনশন ১৪ ডিসেম্বর স্থগিত করেন পাটকল শ্রমিকরা। শ্রম প্রতিমন্ত্রীর আশ্বাসে শ্রমিক নেতারা তিন দফায় কর্মসূচী স্থগিত করেন। দাবি পূরণে শ্রমিকরা গত ২৮ ডিসেম্বর পর্যন্ত সময় বেঁধে দিয়েছিলেন। এরইমধ্যে সিবিএ-ননসিবিএ নেতারা শ্রমমন্ত্রী বেগম মুন্নুজান সুফিয়ান, পাট মন্ত্রণালয়ের সচিব, বিজিএমসির চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট উর্ধতন কর্তৃপক্ষের সঙ্গে তিন দফায় বৈঠক করেন। কিন্তু কোন সমাধানে আসতে না পারায় শ্রমমন্ত্রী আরও এক মাসের সময় চেয়েছেন। কিন্তু ওই এক মাস পর মজুরি কমিশন বাস্তবায়ন হবে কি না তা নিশ্চিত করেননি কেউই। শুধু সময়ক্ষেপণ করার অভিযোগ তুলে আন্দোলন ছাড়া দাবি বাস্তবায়নের বিকল্প কোন পথ দেখছেন না বলে জানান পাটকল শ্রমিকরা। আজ মার্কিন দূতাবাস বন্ধ জনকণ্ঠ ডেস্ক ॥ ইংরেজী নববর্ষ উপলক্ষে বুধবার বন্ধ থাকবে ঢাকার যুক্তরাষ্ট্র দূতাবাস। একইসঙ্গে কনস্যুলার সেকশন, আর্চার কে ব্লাড আমেরিকান সেন্টার লাইব্রেরি ও এডুকেশন ইউএসএ স্টুডেন্ট এ্যাডভাইজিং সেন্টারসহ আমেরিকান সেন্টার বন্ধ থাকবে। মঙ্গলবার যুক্তরাষ্ট্র দূতাবাস থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে আরও বলা হয়, দূতাবাস বন্ধ থাকলেও যুক্তরাষ্ট্রের নাগরিকদের জরুরী সেবা অব্যাহত থাকবে। এ জন্য ৫৫৬৬-২০০০ নম্বরে যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে। -বিডিনিউজ
×