ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

২০১৯ সালে বিদেশীদের নিট বিক্রির পরিমাণ কমেছে ১৮ শতাংশ

প্রকাশিত: ০৮:৫৪, ১ জানুয়ারি ২০২০

২০১৯ সালে বিদেশীদের নিট বিক্রির পরিমাণ কমেছে ১৮ শতাংশ

অর্থনৈতিক রিপোর্টার ॥ আগের বছরের তুলনায় ২০১৯ সালে বিদেশী বিনিয়োগকারীদের নিট বিক্রির পরিমাণ কমেছে ১০৪ কোটি ৯৬ লাখ টাকা বা ১৮ শতাংশ। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। ডিএসইর তথ্যানুযায়ী, ২০১৮ সালে বিদেশী বিনিয়োগকারীদের কেনার চেয়ে ৫৯৩ কোটি ১৩ লাখ টাকার বিক্রির পরিমাণ বেশি ছিল। যা ২০১৯ সালে কমে এসেছে ৪৮৮ কোটি ১৭ লাখ টাকায়। এ হিসাবে নিট বিক্রির পরিমাণ কমেছে ১০৪ কোটি ৯৬ লাখ টাকা বা ১৮ শতাংশ। এদিকে ২০১৯ সালে বিদেশীদের লেনদেনের পরিমাণ কমেছে ১ হাজার ৭৪০ কোটি ১৬ লাখ টাকা বা ১৮ শতাংশ। এ বছরে লেনদেনের পরিমাণ হয়েছে ৭ হাজার ৮৪৫ কোটি ৪৫ লাখ টাকা। যার পরিমাণ আগের বছর ছিল ৯ হাজার ৫৮৫ কোটি ৬১ লাখ টাকা। ২০১৯ সালে বিদেশী বিনিয়োগকারীরা ৩ হাজার ৬৭৮ কোটি ৬৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট কেনেন। আর বিক্রি করেন ৪ হাজার ১৬৬ কোটি ৮১ লাখ টাকার। অর্থাৎ বিক্রির চেয়ে কেনার পরিমাণ কম ছিল ৪৮৮ কোটি ১৭ লাখ টাকা বা ১২ শতাংশ। অপরদিকে ২০১৮ সালে বিদেশী বিনিয়োগকারীদের কেনার পরিমাণ ছিল ৪ হাজার ৪৯৬ কোটি ২৪ লাখ টাকার। আর বিক্রির পরিমাণ ছিল ৫ হাজার ৮৯ কোটি ৩৭ লাখ টাকা। এ হিসাবে কেনার পরিমাণ কম ছিল ৫৯৩ কোটি ১৩ লাখ টাকা বা ১২ শতাংশ।
×