ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মার্কিন হামলার নিন্দা জানাল ইরান, ইরাক ও রাশিয়া

প্রকাশিত: ০৮:৪৬, ১ জানুয়ারি ২০২০

মার্কিন হামলার নিন্দা জানাল ইরান, ইরাক ও রাশিয়া

ইরাক ও সিরিয়ায় ইরানের মিলিশিয়া বাহিনীর ঘাঁটিতে মার্কিন বিমান হামলার তীব্র নিন্দা জানিয়েছে ইরান, ইরাক ও রাশিয়া। রবিবারের ওই বিমান হামলায় ইরান সমর্থিত কাতাইব হিজবুল্লাহ (কেএইচ) সংগঠনটির অন্তত ২৫ সদস্য নিহত এবং অর্ধশতাধিক আহত হয়। ইরাকের পশ্চিমাঞ্চলে এবং সিরিয়ার পূর্বাঞ্চলে কাতাইব হিজবুল্লাহ (কেএইচ) দলের অস্ত্র ভাণ্ডার এবং অন্য কমান্ড ও নিয়ন্ত্রণ স্থাপনা লক্ষ্য করে রবিবার এই হামলা চালানো হয়। এই গোষ্ঠীটিকে জঙ্গী সংগঠন হিসেবে চিহ্নিত করে আসছে যুক্তরাষ্ট্র। এ ঘটনার নিন্দা জানিয়ে ইরাকী প্রধানমন্ত্রী আদেল আবদেল মাহদি বলেছেন, যুক্তরাষ্ট্রের এই কর্মকাণ্ডের মধ্য দিয়ে ইরাকের সার্বভৌমত্ব লঙ্ঘন হয়েছে। ইরাককে এবার যুক্তরাষ্ট্রের সঙ্গে তার সম্পর্ক পুনর্বিবেচনা করে দেখতে হবে বলেও সোমবার তিনি ইঙ্গিত দিয়েছেন এ হামলাকে ‘যুক্তরাষ্ট্রের সন্ত্রাসবাদের সুস্পষ্ট উদাহরণ’ বলে আখ্যা দিয়েছে ইরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন, ওই হামলার মাধ্যমে যুক্তরাষ্ট্র স্পষ্টভাবে সন্ত্রাসবাদের প্রতি তাদের সমর্থন জানিয়েছে। এ ধরনের অবৈধ কর্মকাণ্ডের দায় এবং এর ‘বিপজ্জনক পরিণতি’ অবশ্যই ওয়াশিংটনকে ভোগ করতে হবে বলেও সতর্ক করেছেন তিনি। মার্কিন সেনাদের ওপর প্রতিশোধ নেয়ার অঙ্গীকার করেছে কাতাইব হিজবুল্লাহর এক শীর্ষ নেতা। -বিবিসি
×