ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বিচার এড়াতে নিশান প্রধান পালিয়ে লেবাননে

প্রকাশিত: ০৮:৪৫, ১ জানুয়ারি ২০২০

বিচার এড়াতে নিশান প্রধান পালিয়ে লেবাননে

আর্থিক অসদাচরণের অভিযোগে জাপানে বিচারের মুখে থাকা গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান নিশানের সাবেক প্রধান কার্লোস গোয়েন দেশ ছেড়ে লেবাননে পালিয়েছেন। পরে গোয়েন বলেছেন, তিনি বিচার থেকে পালাননি, পালিয়েছেন ‘অবিচার ও রাজনৈতিক নিপীড়নের হাত থেকে। বিবিসি। ২০১৮ সালে গ্রেফতার হওয়া গোয়েন জামিনে ছিলেন; তিনি কী করে দেশ ছেড়ে পালালেন, তা স্পষ্ট নয় বলে জানিয়েছে বিবিসি। জামিনের শর্তে আইনজীবীর কাছে পাসপোর্ট জমা দিয়ে আদালতের অনুমতি সাপেক্ষে তার দেশ ছাড়ার কথা। তার বাড়ি, ফোন ও কম্পিউটারে নজরদারি করতেও বলা হয়েছিল জামিনের এ শর্ত বদলায়নি বলে। গোয়েন তার বিরুদ্ধে আর্থিক অসদাচারণের অভিযোগ অস্বীকার করে কোন ধরনের অন্যায় করেননি বলে দাবি করেছেন। মঙ্গলবার বিভিন্ন গণমাধ্যমে গোয়েনের লেবাননে পালিয়ে যাওয়ার কথা প্রচার হওয়ার কয়েক ঘণ্টার মধ্যে নিশানের সাবেক প্রধান নির্বাহী নিজেই তার দেশ ছাড়ার কথা নিশ্চিত করেছেন। গোয়েন বলেছেন, তিনি জাপানের দুর্নীতিগ্রস্ত বিচার ব্যবস্থায় জিম্মি থাকতে পারেন না, যেখানে দোষী আগে থেকে ঠিক করা থাকে, যেখানে বৈষম্য বর্তমান এবং মৌলিক মানবাধিকার দেয়া হয় না। তিনি বলেন, ‘আমি বিচার থেকে পালাইনি, আমি অবিচার ও রাজনৈতিক নিপীড়নের হাত থেকে পালিয়েছি।’
×