ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ভেস্তে যেতে পারে ইরানের পরমাণু চুক্তি

প্রকাশিত: ০৮:৪৪, ১ জানুয়ারি ২০২০

ভেস্তে যেতে পারে ইরানের পরমাণু চুক্তি

পশ্চিমা দেশগুলোর সঙ্গে সম্পাদিত ইরানের পরমাণু চুক্তি ভেস্তে যেতে পারে। যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের সম্মতি ছাড়াই এই চুক্তি ভেঙ্গে পড়ার আশঙ্কা রয়েছে বলে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ মন্তব্য করেছন। সোমবার ইরানী পররাষ্ট্রমন্ত্রী জাভেদ জারিফের সঙ্গে মস্কোতে এক বৈঠকের পর তিনি এ ধরনের মন্তব্য করেন। খবর এপির। ২০১৫ সালে ইরান এবং ব্রিটেন, চীন, ফ্রান্স, জার্মানি, রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে এই চুক্তি সম্পাদিত হয়। ইরান ইউরেনিয়াম উৎপাদন সীমিত করার প্রতিশ্রুতির পর ওয়াশিংটন তেহরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয়। তবে গত বছর যুক্তরাষ্ট্র আচমকা এই চুক্তি থেকে বের হয়ে আসে। এরপর ট্রাম্প প্রশাসন ইরানের ওপর একাধিক দফা অর্থনৈতিক নিষেধাজ্ঞার পাশাপাশি দেশটির অশোধিত তেল রফতানির ওপর বিধিনিষেধ আরোপ করে। লাভরভ বলেন, যুক্তরাষ্ট্র যেহেতু ইরানের তেল রফতানি বন্ধ করে দিয়ে দেশটির অর্থনীতি পঙ্গু করে ফেলার চেষ্টা করে আন্তর্জাতিক কূটনীতিতে বাহবা কুড়ানোর ফলে ২০১৫ সালের ওই চুক্তি ভেঙ্গে পড়ার উপক্রম হয়েছে। ইরানের ওপর ট্রাম্প প্রশাসনের নয়া নিষেধাজ্ঞার মধ্যেই তেহরান ইউরোপীয় ইউনিয়নে তেল রফতানি অব্যাহত রাখতে চেষ্টা চালিয়ে গেছে। তেল রফতানি বন্ধ না থাকার কুফল ইতোমধ্যে ইরানী অর্থনীতিতে পরিলক্ষিত হচ্ছে। ইরানও ২০১৫ সালের চুক্তি থেকে বের হয়ে আসতে ধীরে ধীরে পা ফেলছে। গত সপ্তাহে ইরানও পরমাণু চুক্তিতে ভারি পানির একটি কার্যক্রম শুরু করেছে। পশ্চিমা দেশগুলো ইরানের এই পদক্ষেপের কড়া নিন্দা জানিয়েছে।
×