ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বিজয় দিবস কুস্তি প্রতিযোগিতা

প্রকাশিত: ১২:০৪, ৩১ ডিসেম্বর ২০১৯

বিজয় দিবস কুস্তি প্রতিযোগিতা

স্পোর্টস রিপোর্টার ॥ সোমবার থেকে ঢাকার পল্টনের শেখ রাসেল রোলার স্কেটিং কমপ্লেক্সে শুরু হয়েছে দুই দিনব্যাপী ‘রুপান্তর ও বাজার২৪ ডটকম মহান বিজয় দিবস (পুরুষ ও মহিলা) কুস্তি প্রতিযোগিতা’। প্রতিযোগিতার উদ্বোধনী দিনে পুরুষ ও মহিলা বিভাগে ১০টি করে মোট ২০টি ওজন শ্রেণীর প্রথম ও দ্বিতীয় রাউন্ডের খেলা শেষ হয়। সকাল ১০টা থেকে সমাপনী দিনে অনুষ্ঠিত হবে পুরুষ ও মহিলা মোট ২০টি ওজন শ্রেণীর ফাইনাল খেলা। এবারের প্রতিযোগিতায় অংশ নেয়া বাংলাদেশ সেনাবাহিনী, বিজিবি, পুলিশ, আনসার, ঢাকা সবুজ ক্লাব, নাজিম উদ্দিন রোড স্পোর্টং ক্লাব, বিভিন্ন জেলা দল ও সংস্থা থেকে সর্বমোট ২০০ কুস্তিগীর অংশগ্রহণ করছেন। প্রতিযোগিতার সমাপনী দিনের সব খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সরাসরি সম্প্রচারিত হবে অনলাইন চ্যানেল স্পোর্টস লাইফ টিভিতে। জাতীয় পুরুষ হ্যান্ডবল স্পোর্টস রিপোর্টার ॥ সোমবার পল্টনের শহীদ (ক্যাপ্টেন) এম মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে অনুষ্ঠিত জাতীয় পুরুষ হ্যান্ডবল প্রতিযোগিতার খেলায় কুষ্টিয়া জেলা ক্রীড়া সংস্থা ৩২-২৪ গোলে পঞ্চগড় জেলা ক্রীড়া সংস্থাকে, চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা ২৮-২০ গোলে যশোর জেলা ক্রীড়া সংস্থাকে, ঢাকা জেলা ক্রীড়া সংস্থা ৪০-১৪ গোলে মাদারীপুর জেলা ক্রীড়া সংস্থাকে, চাঁপাইনবাবগঞ্জ জেলা ক্রীড়া সংস্থা ৩৪-১৮ গোলে ময়মনসিংহ জেলা ক্রীড়া সংস্থাকে এবং বান্দরবান জেলা ক্রীড়া সংস্থা ২৭-২৪ গোলে কুষ্টিয়া জেলা ক্রীড়া সংস্থাকে হারায়। আজ প্রতিযোগিতার সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। মারের পর নিশিকোরি স্পোর্টস রিপোর্টার ॥ নতুন মৌসুম শুরুর আগেই ইনজুরির আতঙ্কে ভুগছেন খেলোয়াড়রা। কোমরের ইনজুরির কারণে দুই দিন আগে অস্ট্রেলিয়ান ওপেন থেকে নাম প্রত্যাহার করে এ্যান্ডি মারে। তারপর মৌসুমের প্রথম মেজর টুর্নামেন্ট থেকে ছিটকে গেছেন কেই নিশিকোরিও। মূলত, কনুইয়ের ইনজুরির কারণেই অস্ট্রেলিয়ান ওপেন থেকে ছিটকে গেছেন জাপানীজ তারকা। চোটের কারণে এ বছরের শেষ মেজর টুর্নামেন্ট ইউএস ওপেনেও অংশ নিতে পারেননি কেই নিশিকোরি।
×