ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সচিব হলেন সাত কর্মকর্তা

প্রকাশিত: ১১:৩৯, ৩১ ডিসেম্বর ২০১৯

সচিব হলেন সাত কর্মকর্তা

বিশেষ প্রতিনিধি ॥ সচিব হিসেবে সাত কর্মকর্তাকে পদোন্নতি দেয়া হয়েছে। বদলি করা হয়েছে তিন সচিবকে। এ ছাড়া চাকরির মেয়াদ শেষ হওয়া সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জুয়না আজিজকে তিন বছরের জন্য প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ দেয়া হয়েছে। মঙ্গবাল জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে পৃথক প্রজ্ঞাপনের মাধ্যমে এই আদেশ জারি করা হয়। এতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিববের দায়িত্ব পেয়েছেন স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব শেখ ইউসুফ হারুণ, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব কামরুন নাহারকে দেয়া হয়েছে তথ্য সচিবের দায়িত্ব। অপরদিকে ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সচিব মোঃ আনিছুর রহমানকে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব হিসেবে বদলি করা হয়েছে। একইসঙ্গে পদোন্নতি দিয়ে অতিরিক্ত সচিবকে স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ, সমাজকল্যাণ মন্ত্রণালয় ও ধর্ম মন্ত্রণালয়ে নতুন সচিব নিয়োগ দেয়া হয়েছে। স্থানীয় সরকার বিভাগে সংযুক্ত অতিরিক্ত সচিব মোঃ মাহবুব হোসেনকে পদোন্নতি দিয়ে সচিব হিসেবে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগে পদায়ন করা হয়েছে। কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব রওনক মাহমুদকে পদোন্নতি দিয়ে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ে এবং রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) ড. সুলতান আহমেদকে পদোন্নতি দিয়ে বিদ্যুত বিভাগে পদায়ন করা হয়েছে। ঢাকার বিভাগীয় কমিশনার (অতিরিক্ত) মোহাম্মদ জয়নুল বারীকে পদোন্নতি নিয়ে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব করা হয়েছে। পদোন্নতি দিয়ে বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মোঃ আলী নূরকে স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব করা হয়েছে, নতুন ধর্মসচিব হয়েছেন জননিরাপত্তা বিভাগে সংযুক্ত অতিরিক্ত সচিব মোঃ নুরুল ইসলাম।
×