ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

টুকরো খবর

প্রকাশিত: ০৯:৩৬, ৩১ ডিসেম্বর ২০১৯

টুকরো খবর

আল্লাহর দলের ২ সদস্য আটক নিজস্ব সংবাদদাতা, ৩০ ডিসেম্বর, গাইবান্ধা ॥ পলাশবাড়ীতে নিষিদ্ধ ঘোষিত জঙ্গী সংগঠন ‘আল্লাহর দল’-এর দুই সদস্যকে আটক করেছে র‌্যাব। এ সময় তাদের কাছ থেকে বেশকিছু জিহাদী বইপত্র উদ্ধার করা হয়েছে। সোমবার সকালে পলাশবাড়ী উপজেলা সাব-রেজিস্টার অফিস চত্বর থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের বেতকাপা গ্রামের এলেম উদ্দীনের ছেলে পল্লী চিকিৎসক আবুল কাশেম (৫০) ও একই উপজেলার পলাশবাড়ী পৌরসভার বৈরী হরিনমারী গ্রামের মৃত আব্দুস ছাত্তারের ছেলে আবু সুফিয়ান সরকার। পুলিশ জানান, জিজ্ঞাসাবাদে আটকদের নিকট থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ওই সংগঠনের অন্য সদস্যদের আটকের চেষ্টা অব্যাহত রয়েছে। পলাশবাড়ী থানার ওসি মাসুদার রহমান জানান, নির্দিষ্ট মামলায় তাদের গাইবান্ধা জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে। আড়াই কোটি টাকার মাদক ধ্বংস নিজস্ব সংবাদদাতা, লালমনিরহাট, ৩০ ডিসেম্বর ॥ লালমনিরহাট ও কুড়িগ্রাম জেলার বিভিন্ন সীমান্ত থেকে জব্দ করা ২ কোটি ৬১ লাখ ৬৮ হাজার টাকার বিভিন্ন মাদকদ্রব্য ধ্বংস করেছে বিজিবি। সোমবার সকালে লালমনিরহাট ১৫ বিজিবির হেড কোয়ার্টারের মাল্টিপারপাস শেড হলে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা শেষে মাদকদ্রব্য ধ্বংস করা হয়। এসব মাদক জব্দ করে লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি), রংপুর ব্যাটালিয়ন (৫১ বিজিবি) এবং তিস্তা-২ ব্যাটালিয়ন (৬১ বিজিবি)। লালমনিরহাট ১৫ বিজিবি অধিনায়ক লেঃ কর্নেল এসএম তৌহিদুল আলমের সভাপতিত্বে মাদকদ্রব্য ধ্বংসকরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রংপুর সেক্টর কমান্ডার কর্র্নেল আবু জাহিদ সিদ্দিকী। না’গঞ্জের এএসআই ক্লোজড স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ ॥ নারায়ণগঞ্জ সদর মডেল থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) এনায়েত করিমকে প্রত্যাহার (ক্লোজ) করা হয়েছে। সোমবার দুপুুরে জেলা পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলমের নির্দেশে তাকে প্রত্যাহার করে জেলা পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে। হোসিয়ারি ব্যবসায়ীকে মাদক দিয়ে ফাঁসানোর অভিযোগ উঠায় তাকে প্রত্যাহার করা হয়েছে বলে জানা যায়। সোমবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক (ডিআইও-২) শাফিউল আজম। উল্লেখ্য, রবিবার দুপুরে এএসআই এনায়েত করিমের বিরুদ্ধে সৈয়দপুর আলামিন নগরের বাসিন্দা হোসিয়ারি ব্যবসায়ী মোঃ জিকুকে মিথ্যা মামলায় ফাঁসিয়ে দেয়া হয়েছে এমন অভিযোগ করে নারায়ণগঞ্জ প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন জিকুর পরিবারের সদস্যরা। আত্রাইয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু নিজস্ব সংবাদদাতা, নওগাঁ, ৩০ ডিসেম্বর ॥ সোমবার সকাল ১০টার দিকে আত্রাইয়ে পানিতে ডুবে আকাশ (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। মৃত আকাশ উপজেলার বান্দাইখাড়া এলাকার শ্রী উৎপল কুমারের ছেলে। জানা গেছে, নিহত আকাশ সোমবার সকালে বাড়ির উঠানে খেলা করছিল। খেলার এক পর্যায়ে সবার অজান্তে পুকুরের পানিতে পড়ে যায়। পরিবারের লোকজন তাকে দেখতে না পেয়ে অনেক খোঁজাখুঁজির এক পর্যায়ে শিশুটিকে পুকুরের পানিতে ভাসতে দেখে। সঙ্গে সঙ্গে স্থানীয়রা উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে যাওয়ার পথিমধ্যেই তার মৃত্যু হয়। ককটেল হামলার হোতা গ্রেফতার স্টাফ রিপোর্টার, চাঁপাইনবাবগঞ্জ ॥ চাঁপাইনবাবগঞ্জে হত্যা মামলার মূল আসামি কাওসার ফকিরকে সোমবার ভোর ৫টার দিকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখার একটি দল। গ্রেফতারকৃত ব্যক্তি বহরম ফকিরপাড়ার রবুর ছেলে কাওসার ফকির (৩৫)। গত ২৫ ডিসেম্বর বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ঘোড়াপাখিয়া ইউনিয়নের বহরম হঠাৎপাড়া গ্রামে ককটেল হামলায় গোলাপ নামে এক যুবক নিহত হয়। নিহত যুবক একই এলাকার ফড়িংয়ের ছেলে গোলাপ (২৪)। এ ঘটনায় শিবগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। জেলা পুলিশের গোয়েন্দা শাখার ওসি আলহাজ বাবুল উদ্দিন সরদার জানান, এক স্কুলছাত্রীকে যৌন হয়রানির ঘটনাকে কেন্দ্র করে গোলাপের বাড়ির সামনে তাকে লক্ষ্য করে পেছন থেকে ককটেল ছুড়ে মেরে পালিয়ে যায় দুর্বৃত্তরা। গুরুতর আহত অবস্থায় গোলাপকে তার পরিবার উদ্ধার করে প্রথমে চাঁপাইনবাবগঞ্জ সদর আধুনিক হাসপাতালে এবং পরে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত বৃহস্পতিবার রাত পৌনে ১২টার দিকে গোলাপের মৃত্যু হয়। শ্রীনগরে সরকারী খালে অবৈধ মার্কেট উচ্ছেদ স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ মুন্সীগঞ্জের শ্রীনগরে সরকারী খালের ওপর থেকে অবৈধভাবে তৈরি একটি মার্কেট উচ্ছেদ করেছে প্রশাসন। সোমবার দুপুর ২ টার দিকে উপজেলার ষোলঘর বাজারের পূর্বপাশে খালের ওপরে তৈরি অবৈধ মার্কেটটি উচ্ছেদ করেন শ্রীনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নিগার সুলতানা। প্রায় ৫ বছর আগে ষোলঘর গ্রামের গয়ানাথ সাহার ছেলে ও ঢাকার একটি নামী স্কুলের শিক্ষক গোপাল সাহা সরকারী খালের ওপর টিন-কাঠ দিয়ে মার্কেট তৈরি শুরু করে। ওই সময় স্থানীয় ভূমি অফিস নিষেধ করলেও গোপাল সাহা তা আমলে নেননি। কয়েকদিন পূর্বে সে সবার অগোচরে টিন-কাঠের ঘরের ভেতর দিয়ে পাকা ভবন নির্মাণ শুরু করে। রবিরার রাতের আঁধারে সে ভবনের ফ্লোর ঢালাই দেয়। বিষয়টি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নিগার সুলতানার নজরে এলে তিনি পুলিশ নিয়ে সরজমিনে গিয়ে এস্কেলেটর দিয়ে মার্কেটটি গুঁড়িয়ে দেন। স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার নিজস্ব সংবাদদাতা, নড়াইল, ৩০ ডিসেম্বর ॥ লোহাগড়ায় দশম শ্রেণীর এক ছাত্রীকে দীর্ঘদিন আটকে রেখে ধর্ষণের অভিযোগে আলামীন মোল্যা (২২) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার সকালে নড়াইল সদর হাসপাতালে ধর্ষিতার ডাক্তারী পরীক্ষা সম্পন্ন হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, স্থানীয় একটি স্কুলের দশম শ্রেণীর ছাত্রীকে গত ৩ ডিসেম্বর সন্ধ্যার দিকে মোটরসাইকেলে করে ছাত্রীর বাড়ির সামনে থেকে ইতনা গ্রামের সাত্তার মোল্যার ছেলে আলামীন মোল্যা নিজ বাড়ি ইতনা গ্রামে নিয়ে যায়। নিজ বাড়িতে আটকে রেখে দীর্ঘদিন ধরে ওই ছাত্রীর ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করা হয়। ওই ছাত্রী গত রবিবার ফোনে বিষয়টি তার মা-বাবাকে জানালে ছাত্রীর বাবা রবিবার রাতে লোহাগড়া থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগ পেয়ে লোহাগড়া থানা পুলিশ ইতনা গ্রামে আলামীনের বাড়িতে অভিযান চালিয়ে আলামীনকে গ্রেফতার করে ও ছাত্রীকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। শীতলক্ষ্যায় উচ্ছেদ স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ ॥ শীতলক্ষ্যা নদীতে উচ্ছেদ চালিয়েছে বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ। এ সময় ৪টি ড্রেজার, ৫ শতাধিক বর্গফুট ড্রেজারের পাইপ, বাঁশের পাইলিং গুঁড়িয়ে দিয়েছে বিআইডব্লিউটিএ’র নারায়ণগঞ্জ নদী বন্দর। প্রায় দুই একর জমি অবমুক্ত করা হয়। এছাড়া জব্দকৃত ৪টি ড্রেজার, ২টি বালুবোঝাই বাল্কহেড, স্তূপীকৃত বালু, মাটি মোট ৪ লাখ ৩৮ হাজার টাকা নিলামে বিক্রি করা হয়। সোমবার বেলা ১১টা থেকে বিকেল পর্যন্ত নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন সিদ্ধিরগঞ্জ ও বন্দর এলাকায় অভিযান চালানো হয়। নৌ পরিবহন মন্ত্রণালয়ের উপ-সচিব ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাবিবুর রহমান হাকিমের নেতৃত্বে এই উচ্ছেদ অভিযান চালানো হয়। এ সময় উপস্থিত ছিলেন বিআইডব্লিউটিএ’র নারায়ণগঞ্জ নদী বন্দরের যুগ্ম পরিচালক মাসুদ কামাল, উপ-পরিচালক মোবারক হোসেন, সহকারী পরিচালক এহতেশামুল পারভেজ প্রমুখ। উচ্ছেদ অভিযানে উচ্ছেদকারী জাহাজ, একটি ভেকু, একটি টাগবোট, বিপুলসংখ্যক পুলিশ, আনসার সদস্য ও উচ্ছেদকর্মীরা উপস্থিত ছিলেন। জামালপুরে পিডিবির সিবিএ নেতা লাঞ্ছিত নিজস্ব সংবাদদাতা, জামালপুর, ৩০ ডিসেম্বর ॥ জাতীয় বিদ্যুত শ্রমিক লীগ, জামালপুর জেলা শাখা (সিবিএ) নতুন পকেট কমিটি গঠন নিয়ে বিরোধের জের ধরে নবগঠিত কমিটির কার্যকরী সভাপতি মোঃ আখতারুজ্জামানের ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। এতে তিনি আহত ও লাঞ্ছিত হয়েছেন। সোমবার সকালে জামালপুর পিডিবি কার্যালয়ে এ ঘটনা ঘটে। পিডিবির কর্মচারীরা জানান, জাতীয় বিদ্যুত শ্রমিকলীগ জামালপুর জেলা শাখার আগের দুটি কমিটি ভেঙ্গে দিয়ে জাতীয় বিদ্যুত শ্রমিকলীগের কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ ২৩ ডিসেম্বর মনজুরুল ইসলামকে সভাপতি ও মোঃ সাদা মিয়াকে সাধারণ সম্পাদক করে ৩০ সদস্যবিশিষ্ট একটি নতুন কমিটির অনুমোদন দেন। আকস্মিক এই পকেট কমিটি গঠন নিয়ে স্থানীয় দু’পক্ষের শ্রমিক-কর্মচারীদের মধ্যে তীব্র উত্তেজনা দেখা দিয়েছে। চোরাইকৃত মালামাল উদ্ধার ॥ আটক তিন নিজস্ব সংবাদদাতা, রূপগঞ্জ, ৩০ ডিসেম্বর ॥ নারায়ণগঞ্জের রূপগঞ্জ থেকে চোরাইকৃত ইলেকট্রনিক্স, মোবাইল ফোন, ওষুধসহ সাড়ে ১১লাখ টাকার মালামাল সিদ্ধিরগঞ্জ থেকে উদ্ধার করেছে পুলিশ। রবিবার রাতে রূপগঞ্জ থানার এসআই নাজিম উদ্দিনের নেতৃত্বে সিদ্ধিরগঞ্জ থানার জালকুড়ি এলাকা থেকে এ মালামাল উদ্ধার করা হয়। এসময় ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন, মুন্সীগঞ্জ জেলার টঙ্গীবাড়ি থানার আব্দুল্লাহপুর এলাকার মিন্টু মিয়া, সিদ্ধিরগঞ্জ থানার জালকুড়ি এলাকার মনির ও সদর থানার মাইসদাইর এলাকার রিপন মিয়া। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে রূপগঞ্জ থানায় ১ টি চুরি মামলা ও সিদ্ধিরগঞ্জ থানায় ২ টি মাদক ও চুরি মামলা দায়ের করা হয়েছে।
×