ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

কুমিল্লায় সহিংসতায় গুলিবিদ্ধসহ আহত ৭

প্রকাশিত: ০৯:৩৪, ৩১ ডিসেম্বর ২০১৯

কুমিল্লায় সহিংসতায় গুলিবিদ্ধসহ আহত ৭

নিজস্ব সংবাদদাতা, কুমিল্লা, ৩০ ডিসেম্বর ॥ কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার গলিয়ারা উত্তর ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে গুলিবর্ষণ, ককটেল বিস্ফোরণ, ধাওয়া-পাল্টাধাওয়া ও ভাংচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় গুলিবিদ্ধসহ অন্তত সাতজন আহত হয়েছে এবং এদের মধ্যে দুইজনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিক্যালে প্রেরণ করা হয়েছে বলে জানা গেছে। অন্যরা কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছে। সোমবার ভোটগ্রহণ শুরুর আগে শুভপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের অদূরে কৃষ্ণপুর এলাকায় এক মেম্বার প্রার্থীর কর্মী-সমর্থকদের হামলায় তারা আহত হন। অপরদিকে ওই ইউনিয়নের জঙ্গলপুর ভোট কেন্দ্রের সন্নিকটে দুই মেম্বার প্রার্থীর কর্মী-সমর্থকের মধ্যে সকালে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। এ সময় উভয়পক্ষ পটকা ফাটিয়ে আতঙ্ক সৃষ্টি করে এবং ভ্রাম্যমাণ চা দোকান ভাংচুর করেছে। কৃষ্ণপুর গ্রামের আহত আবুল বাশারের বাবা হাজী আবদুল আজিজ অভিযোগ করে বলেন, ‘ফুটবল মার্কার মেম্বার প্রার্থী জিয়া উদ্দিনের সমর্থকরা কেন্দ্রে যেতে বাধা দেয়। ভোট দিতে যাওয়ার সময় মোরগ মার্কার মেম্বার প্রার্থী মামুনুর রশিদের সমর্থকদের ওপর হামলা করে এলোপাতাড়ি গুলি চালায়। এতে গুলিবিদ্ধ হয়ে পাঁচজন আহত হয়েছে। আহতরা হলেন কৃষ্ণপুর গ্রামের জসিম, আবুল বাশার, আবদুল কুদ্দুস, রুবেল ও রিপন। মুন্সীগঞ্জে গ্রেফতার তিন স্টাফ রিপোর্টার মুন্সীগঞ্জ থেকে জানান, গজারিয়া উপজেলার হোসেন্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। সোমবার সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ইউনিয়নের ১০ কেন্দ্রে এই ভোটগ্রহণ চলে। ভোটগ্রহণ চলাকালে নয়ন, আনোয়ার হোসেন ও জাহাঙ্গীর আলম নামে তিন ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা স্বতন্ত্র প্রার্থী মমিন আলীর (আনারস মার্কা) পোলিং এজেন্ট হিসেবে হোসেন্দি হাইস্কুল কেন্দ্র ছিল। সেখান থেকে তাদের গ্রেফতার করা হয়। গজারিয়া থানার ওসি হারুন অর রশীদ জানান, গ্রেফতারকৃত তিনজন গজারিয়া থানার এজাহারভুক্ত পলাতক আসামি। তাই তাদের গ্রেফতার করা হয়েছে। স্বতন্ত্র প্রার্থী মমিন আলী বলেছেন, নৌকার প্রার্থী মনিরুল হক মিঠু নির্বাচনকে প্রভাবিত করার জন্যই আমার এজেন্টদের গ্রেফতার করা হয়েছে। কারণ যে মারামারি মামলায় তাদের গ্রেফতার করা হয়, এই ঘটনাটি ঘটে তিনদিন আগে। আমরা রবিবার রাত পর্যন্ত থানায় খবর নিয়েছি, কোন মামলা হয়নি। কিন্তু গ্রেফতার করার পর মামলার ঘটনা অবগত হলাম।
×