ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

নোয়াখালীতে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে ডাকাত নিহত ॥ অস্ত্র উদ্ধার

প্রকাশিত: ০৯:৩৪, ৩১ ডিসেম্বর ২০১৯

নোয়াখালীতে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে ডাকাত নিহত ॥ অস্ত্র উদ্ধার

নিজস্ব সংবাদদাতা, নোয়াখালী, ৩০ ডিসেম্বর ॥ কোম্পানীগঞ্জে বন্দুকযুদ্ধে এক ডকাত সর্দার নিহত হয়েছে। সোমবার উপজেলার মুছাপুর ইউনিয়নে ছোটধলি গ্রামে বন্দুকযুদ্ধের এ ঘটনা ঘটে। এ সময় ঘটনাস্থল থেকে একটি পাইপগান, ১৩ রাউন্ড কার্তুজ, দুটি ছোরা, দুটি রামদা উদ্ধার করে পুলিশ। নিহত ডাকাত সর্দার শাহাদাত হোসেন স্বপন (৩৯), রামপুর ইউনিয়নের বামনী বাজার এলাকার মৃত বেলায়েত হোসেনের ছেলে। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় ২৩টি মামলা রয়েছে। কোম্পানীগঞ্জ থানা পুলিশ জানায়, ডাকাতির প্রস্তুতিকালে এ ডাকাত সর্দারকে গ্রেফতারে পুলিশী অভিযান চালায়। পরে ডাকাত দলের সদস্যরা পুলিশকে লক্ষ্য করে গুলি চালালে আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি ছোড়ে। পুলিশের সঙ্গে গোলাগুলির এক পর্যায়ে ডাকাত সর্দার ঘটনাস্থলে গুলিবিদ্ধ হয়ে আহত হলে তাকে নোয়াখালী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন, লাশ বর্তমানে সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ঠাকুরগাঁওয়ে রমেশ চন্দ্র সেনকে সংবর্ধনা নিজস্ব সংবাদদাতা, ঠাকুরগাঁও, ৩০ ডিসেম্বর ॥ কেন্দ্রীয় আওয়ামী লীগের ২১তম জাতীয় সম্মেলনে ঠাকুরগাঁও ১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন দ্বিতীয়বার প্রেসিডিয়াম সদস্য ও মনোনয়ন বোর্ডের সদস্য নির্বাচিত হওয়ায় সোমবার ঠাকুরগাঁওয়ে তাকে সংবর্ধনা দেয়া হয়েছে। এ উপলক্ষে দলীয় কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে ফুলের ডালি দিয়ে শুভেচ্ছা জানান জেলা আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ, মহিলা লীগ, শ্রমিক লীগসহ সকল পর্যায়ের নেতাকর্মীগণ। এর আগে সংসদ সদস্যকে জেলায় প্রবেশদ্বার ঠাকুরগাঁও-ঢাকা মহাসড়কের ২৯ মাইল নামক স্থানে ফুলের ডালি দিয়ে স্বাগত জানানো হয় এবং সেখান থেকে তাকে পাঁচ শতাধিক মোটরসাইকেলের বহরে প্রায় বিশ কিলোমিটার সড়কে একটি আনন্দ মিছিল করে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে গিয়ে শেষ হয়। রমেশ চন্দ্র সেন দলীয় কার্যালয়ে ঢুকে প্রথমে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করে শ্রদ্ধা জানান। পরে তিনি দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে দলীয় নেতাকর্মীদের নেতিবাচক কাজ পরিহার করে দেশের কল্যাণে নিবেদিতকর্মী হিসেব কাজ করার আহ্বান জানান।
×