ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

রংপুরে চাঞ্চল্যকর সুমন হত্যার রহস্য উদ্ঘাটন

প্রকাশিত: ০৯:৩৩, ৩১ ডিসেম্বর ২০১৯

রংপুরে চাঞ্চল্যকর সুমন হত্যার রহস্য উদ্ঘাটন

নিজস্ব সংবাদদাতা, রংপুর, ৩০ ডিসেম্বর ॥ রংপুরের হারাগাছ থানার চাঞ্চল্যকর পোশাক শ্রমিক সুমন হত্যাকা-ের রহস্য উদঘাটিত হয়েছে। এই হত্যাকা-ের সঙ্গে জড়িত হোতা ডেকোরেটর ব্যবসায়ী লিয়নকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার দুপুরে হারাগাছ থানায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান রংপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ক্রাইম) মোঃ শহিদুল্লাহ কাওছার পিপিএম। তিনি জানন, হত্যাকা-ে ব্যবহৃত অস্ত্র ও ছিনতাইকৃত সিমসহ মোবাইল উদ্ধার হয়েছে। গ্রেফতারকৃত লিয়ন হারাগাছ থানার সারাই নিউ কসাইটারি গ্রামের মহির উদ্দিনের ছেলে। তিনি বলেন, আমরা ব্যাপক তদন্ত চালিয়ে হোতাকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি। পরে গ্রেফতারকৃতকে ব্যাপক জিজ্ঞাসাবাদে সে হত্যাকা-ের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। নিহত সুমন ও হত্যাকারী লিয়নের মধ্যে বন্ধুৃত্বের সম্পর্ক ছিল। বন্ধুত্বের কারণে সুমনকে বেশ কিছু টাকা ধার দেয় লিয়ন। পরবর্তীতে ধারকৃত টাকা ফেরত চাইলে সুমন টাকা দিতে টালবাহানা করে। এ নিয়ে তাদের মধ্যে ঝগড়া হয়। একপর্যায়ে সুমন পায়ের স্যান্ডেল খুলে লিয়নের গালে মারে। এ নিয়ে তাদের মধ্যে বিরোধ চলে আসছিল। এরই মধ্যে সুমনকে মেরে ফেলার পরিকল্পনা করে সে। তার পরিকল্পনা অনুযায়ী ১৭ ডিসেম্বর প্রলোভন দেখিয়ে মোবাইল ফোনের মাধ্যমে সন্ধ্যার দিকে হারাগাছ পৌরসভার সারাই বায়তুল মসজিদের পিছনে স মিলের পাশের্^ পুকুরের কাছে ডেকে নেয়। সেখানে পূর্ব পরিকল্পনা অনুযায়ী আসামি লিয়ন তার ডেকোরেটরের কাজে ব্যবহৃত বাইশ দিয়ে মাথার পেছনে আঘাত করলে গুরুতর রক্তাক্ত জখমপ্রাপ্ত হয়ে মাটিতে পড়ে যায়। এরপর বাইশ দিয়ে মাথা এবং মুখে উপর্যুপরি আঘাত করলে সুমন জ্ঞান হারিয়ে ফেলে এবং সেখানেই মারা যায়।
×