ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

আসন সংখ্যা কমানোয় যাত্রীদের ক্ষোভ

প্রকাশিত: ০৯:৩২, ৩১ ডিসেম্বর ২০১৯

আসন সংখ্যা কমানোয় যাত্রীদের ক্ষোভ

স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ নীলফামারী-ঢাকা রেলপথে চলাচলকৃত একমাত্র আন্তঃনগর নীলসাগর এক্সপ্রেস ট্রেনের যাত্রী আসন সংখ্যা কমানো হয়েছে! দীর্ঘদিন ধরে আসন সংখ্যা বৃদ্ধির দাবি করা হলেও উল্টো ৯৩টি আসন সংখ্যা কমিয়ে দেয়ায় যাত্রী সাধারণের মাঝে ক্ষোভের সৃষ্টি করেছে। সোমবার জানা যায়, চিলাহাটি থেকে ঢাকায় চলাচলকারী একমাত্র আন্তঃনগর ট্রেন নীলসাগর এক্সপ্রেস চলাচল করে। এটি চিলাহাটি থেকে রাত ৯টা ২০ মিনিটে ছেড়ে ঢাকার কমলাপুরে যায়। আবার সকাল আটটায় কমলাপুর থেকে ছেড়ে সন্ধ্যায় চিলাহাটি আসে। সপ্তাহে চিলাহাটি হতে রবিবার ও ঢাকা হতে সোমবার বন্ধ থাকে। ট্রেনটি শুরু থেকে এ জেলার ৪টি রেলওয়ে স্টেশনে ঢাকাগামী যাত্রীদের জন্য আসন বরাদ্দ ছিল ৪৭৯টি। সেখান থেকে এবার ৯৩টি কমিয়ে করা হয়েছে ৩৮৬টি। এর মধ্যে চিলাহাটি স্টেশন থেকে আসন ছিল ১০৭টি, বর্তমানে করা হয়েছে ১০১টি। ডোমার স্টেশন থেকে আসন ছিল ৮৭টি, এখন করা হয়েছে ৬৩টি। নীলফামারী স্টেশনে আসন ছিল ৯৭টি। এখন তা কমিয়ে করা হয়েছে ৬৬টি। সৈয়দপুর স্টেশন থেকে আসন ছিল ১৮৮টি, এখন করা হয়েছে ১৫৬টি। রেলওয়ে পশ্চিমাঞ্চলের করা আসন বরাদ্দের এ নির্দেশিকা ২৭ ডিসেম্বর থেকে কার্যকর করা হয়।
×