ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বাগেরহাটে যাত্রীবাহী বাস পুকুরে ॥ নিহত এক

প্রকাশিত: ০৯:৩১, ৩১ ডিসেম্বর ২০১৯

বাগেরহাটে যাত্রীবাহী বাস পুকুরে ॥ নিহত এক

স্টাফ রিপোর্টার, বাগেরহাট ॥ বাগেরহাটে নিয়ন্ত্রণ হারিয়ে বিআরটিসির একটি যাত্রীবাহী বাস পুকুরে পড়ে মেহেদী হাসান (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। এ সময় শিশু ও নারীসহ কমপক্ষে ১৫ যাত্রী আহত হয়। রবিবার রাতে খুলনা থেকে শরণখোলাগামী বিআরটিসি বাস সাইনবোর্ড-বগী আঞ্চলিক মহাসড়কের পাশে কচুয়া উপজেলার বিলকুল গ্রামের একটি পুকুরে পড়ে গেলে হতাহতের এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয়রা দুর্ঘটনাকবলিত বাস ও যাত্রীদের উদ্ধার শুরু করেছে। নিহত মেহেদী হাসান শরণখোলা ধানসাগর গ্রামের বাবুল খানের ছেলে। ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয়রা দুর্ঘটনা কবলিত বাস ও যাত্রীদের উদ্ধার করে। আহতদের বাগেরহাট ও খুলনার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ বাসটি আটক করেছে। আপরদিকে, সোমবার বিকেলে সড়ক দুর্ঘটনায় জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক রকিবুল ইসলাম রকিব (৩৭) নিহত হয়েছেন। মোটরসাইকেলযোগে মংলা থেকে বাগেরহাটে আসার পথে খুলনা-মংলা মহাসড়কের দিগরাজ বাজার এলাকায় পৌঁছলে একটি ট্রাকের ধাক্কায় তিনি গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে মংলা বন্দর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পাবনায় ইউপি সদস্য নিজস্ব সংবাদদাতা পাবনা থেকে জানান, সাঁথিয়া উপজেলায় মোটরসাইকেল থেকে পড়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ভুলবাড়িয়া ইউপি সদস্য সিদ্দিকুর রহমান নিহত হয়েছে। রবিবার রাতে সাঁথিয়া-মাধবপুর সড়কের কোনাবাড়িয়া খাদ্য গোডাউনের কাছে এ দুর্ঘটনা ঘটেছে। নিহত সিদ্দিকুর রহমান উপজেলার গয়েশবাড়িয়া গ্রামের আবদুর রহিম প্রামাণিকের ছেলে। জানা গেছে, রবিবার রাতে ইউপি সদস্য সিদ্দিকুর রহমান অপর ইউপি সদস্য নুরুজ্জামানকে সঙ্গে নিয়ে মোটরসাইকেল চালিয়ে সাঁথিয়া থেকে বাড়ি ফিরছিলেন। ঘটনাস্থলে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল রাস্তার ডানদিকে পড়ে যায়। এ সময় বিপরীত দিক থেকে আসা ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই ইউপি সদস্য সিদ্দিকুর নিহত ও নুরুজ্জামান আহত হন। লালমনিরহাটে দুই জন নিজস্ব সংবাদদাতা লালমনিরহাট থেকে জানান, রবিবার রাত সাড়ে ১০টায় সড়ক দুর্ঘটনায় জেলার পাটগ্রাম উপজেলার বুড়িমারীতে মাহেন্দ্র পরিবহনের দুই যাত্রী নিহত হয়েছে। এ ঘটনায় আরও অন্তত চার যাত্রী আহত হয়। স্থানীয়রা জানায়, রাত সাড়ে ১০টায় বুড়িমারী স্থলবন্দর থেকে যাত্রী নিয়ে মাহেন্দ্র পরিবহনের একটি গাড়ি পাটগ্রাম বাজারের দিকে আসছিল। এ সময় দ্রুত গতির মাহেন্দ্র গাড়িটি বুড়িমারী পাটগ্রাম মহাসড়কের দর্জিপাড়া এলাকায় দাঁড়িয়ে থাকা পাথরবাহী ট্রাকের পেছনে এসে সজোরে ধাক্কা দিলে এতে ঘটনাস্থলেই এক যাত্রী নিহত হয়। পরে পাটগ্রাম হাসপাতালে নেয়ার পথে পাটগ্রাম বাজারের আয়নাল হক নামের আরও একজনের মৃত্যু ঘটে। এ ঘটনায় গাড়ির আরও ৪ জন যাত্রী আহত হয়। নীলফামারীতে যুবক স্টাফ রিপোর্টার নীলফামারী থেকে জানান, ট্রাকের ধাক্কায় ইজিবাইকের যাত্রী যুবক জামিয়ার রহমান (৩৫) প্রাণ হারিয়েছে। এ ঘটনায় আহত হয় ইজিবাইক চালকসহ আরও দুইজন। সোমবার সকালে নীলফামারী-সৈয়দপুর সড়কের জেলা সদরের কাছারি বাজার এলাকায় এই সড়ক দুর্ঘটনাটি ঘটে। নিহত যুবক জেলা সদরের কুন্দুপুকুর ইউনিয়নের দারোয়ানি বকসি পাড়া গ্রামের মৃত আব্দুল জলিলের ছেলে। আহত দুইজন হলো ইজিবাইক চালক সদরের চড়াইখোলা ইউনিয়নের বসুনিয়া পাড়া গ্রামের বাবুল হোসেনের ছেলে ফারুক হোসেন (২০) ও একই ইউনিয়নের পশ্চিম কুচিয়ামোড় পাঠান পাড়া গ্রামের ইসমাইল হোসেনের ছেলে জাহিদুল ইসলাম (৫০)। ট্রাকটি পুলিশ আটক করলেও পালিয়ে যায় চালক। কুড়িগ্রামে নারী স্টাফ রিপোর্টার কুড়িগ্রাম থেকে জানান, উলিপুরে সড়ক দুর্ঘটনায় রুবি বেগম (৪২) নামের এক মহিলার মৃত্যু হয়েছে। এ ঘটনায় মারাত্মক আহত দুজনকে কুড়িগ্রাম সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে, সোমবার দুপুরে উলিপুর-কুড়িগ্রাম সড়কের শিববাড়ি নামকস্থানে। জানা গেছে, দুপুর দুটার দিকে কুড়িগ্রাম থেকে উলিপুর একটি থ্রি-হুইলার আসার পথে শিব বাড়ি নামক স্থানে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি ব্যাটারিচালিত অটো-রিক্সাকে ধাক্কা দেয়। এ সময় থ্রি-হুইলারের যাত্রী রুবি বেগম ছিটকে পড়ে ব্যাটারিচালিত অটো-রিক্সার চাপায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। রুবি বেগম উপজেলার তবকপুর ইউনিয়নের নয়াপাড়া গ্রামের সহিদুল ইসলামের স্ত্রী।
×