ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ট্রেনে অতিরিক্ত ভাড়া নেয়ায় জরিমানা

প্রকাশিত: ০৯:৩০, ৩১ ডিসেম্বর ২০১৯

ট্রেনে অতিরিক্ত ভাড়া নেয়ায় জরিমানা

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ রুটে চলাচলকারী মহানন্দা ট্রেনের যাত্রীদের কাছে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে বেসরকারী রেলওয়ে ব্যবস্থাপনা প্রতিষ্ঠান এনএল ট্রেডার্সকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোমবার দুপুরে শুনানি শেষে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর এই জরিমানা করে। অভিযোগকারীকে জরিমানার হিস্যা তুলে দেন ভোক্তা অধিদফতরের সহকারী পরিচালক হাসান মারুফ। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের রাজশাহী বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক হাসান মারুফ জানান, রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জের রহনপুর রুটে চলাচল করে মহানন্দা এক্সপ্রেস ট্রেন। বেসরকারী রেলওয়ে ব্যবস্থাপনা প্রতিষ্ঠান এনএল ট্রেডার্স ট্রেনটি পরিচালনা করছে। সম্প্রতি খাদিমুল ইসলাম নামে এক যাত্রী রহনপুর থেকে ১৬ নম্বর মহানন্দা ট্রেনে রাজশাহী আসছিলেন। কিন্তু টিকেটে তার কাছে ভাড়া নেয়া হয় ত্রিশ টাকা। কিন্তু প্রকৃত ভাড়া ২৫ টাকা। এরপরই গত ১০ ডিসেম্বর ভুক্তভোগী যাত্রী খাদিমুল ইসলাম জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরে লিখিত অভিযোগ করেন। পরে সোমবার উভয়পক্ষের উপস্থিতিতে শুনানি শেষে এনএল ট্রেডার্সকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। ভর্তি জালিয়াতির অভিযোগ, ইবিতে বহিরাগত আটক ইবি সংবাদদাতা ॥ ইসলামী বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০ শিক্ষাবর্ষের ভর্তি জালিয়াতিতে সাদ্দাম হোসেন নামে এক বহিরাগত আটক হয়েছে। জানা গেছে, ৩২৫ অপেক্ষমাণ তালিকায় থাকা ভর্তিচ্ছু এক শিক্ষার্থীকে আইন বিভাগে ভর্তির প্রলোভন দেখিয়ে বড় অঙ্কের টাকা হাতিয়ে নেয় জালিয়াতি চক্রের এই সদস্য। পরবর্তীতে শনিবার পুলিশী তদন্তে সাদ্দামকে আটক করা হয় বলে জানিয়েছেন ইবি থানার তদন্ত কর্মকর্তা (ভারপ্রাপ্ত) জহুরুল ইসলাম। আটকের পর রবিবার রাতে আসামির কাছ থেকে ৮৫০০০ টাকার মধ্যে ৮২ হাজার ৫০০ টাকা জব্দ করে ভুক্তভোগী শিক্ষার্থীর পরিবারকে ফেরত দেয়া হয়েছে বলেও জানান তিনি। পাশাপাশি আটককৃত আসামির বিরুদ্ধে মামলার পদক্ষেপ নেয়া হয়েছে। সাদ্দাম হোসেন ঝিনাইদহ জেলার হরিণাকু- থানার ভায়না গ্রামের আব্দুল আজিজের ছেলে। সে কুষ্টিয়া সরকারী কলেজ থেকে রাষ্ট্রবিজ্ঞান বিভাগে স্নাতকে পড়াশোনা করছে।
×