ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সৈয়দপুরে পরিত্যক্ত লোহা বিক্রি করে রেলের ১০০ কোটি টাকা আয়

প্রকাশিত: ০৯:৩০, ৩১ ডিসেম্বর ২০১৯

সৈয়দপুরে পরিত্যক্ত লোহা বিক্রি করে রেলের ১০০ কোটি টাকা আয়

স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ রেলওয়েতে এখন কড়া নজরদারি শুরু হয়েছে। ফলে নীলফামারীর সৈয়দপুর রেলওয়ে কারখানাসহ পশ্চিমাঞ্চল রেলের লোহা চুরির সিন্ডিকেট চক্রকে ভেঙ্গে ফেলা হয়েছে। এতে উন্মুক্ত নিলামের মাধ্যমে পরিত্যক্ত লোহা বিক্রি করে ১০০ কোটি টাকা আয় করেছে পশ্চিমাঞ্চল রেলওয়ে। বিভিন্ন ইয়ার্ডে পড়ে থাকা ওই পরিত্যক্ত লোহা নিলামে বিক্রি করা হয়। সোমবার সংশ্লিষ্ট সূত্র জানায়, পশ্চিমাঞ্চল রেলওয়ের প্রধান সরঞ্জাম নিয়ন্ত্রকের কার্যালয় থেকে গত তিন বছরে দরপত্রের মাধ্যমে ওই পরিত্যক্ত লোহা নিলামে বিক্রি করা হয়। অতীতে এ খাত থেকে ১০ বছরেও সমপরিমাণ রাজস্ব আয় করা সম্ভব হয়নি। সূত্রমতে ২০১৭ থেকে সর্বশেষ চলতি বছরের ডিসেম্বর পর্যন্ত ১০০ কোটি টাকার পরিত্যক্ত লোহা বিক্রি করা হয়। অনেক ঠিকাদারি প্রতিষ্ঠান জানায়, অতীতে রেলওয়ের দরপত্রে অংশ নেয়া জটিল ছিল। বর্তমানে আমরা নির্বিঘেœ সাড়া দিতে পারছি। টেন্ডারবাজি না থাকায় স্বাভাবিক নিয়মে মালামাল উন্মুক্ত নিলামে সংগ্রহ করা যাচ্ছে। ঢাকার এইচএম ট্রেডিং কর্পোরেশনের স্বত্বাধিকারী হুমায়ুন কবীর বলেন, দরপত্রে প্রতি মেট্রিক টন ভাঙ্গাড়ি পরিত্যক্ত লোহার মূল্য ৩৮ হাজার ৫০০ টাকা নেয়া হয়েছে। রেলওয়ের প্রধান সরঞ্জাম নিয়ন্ত্রক (সিওএস) বেলাল হোসেন বলেন, রেলওয়েতে এখন কড়া নজরদারি রাখা হয়েছে। ফলে আমরা দীর্ঘদিন চেষ্টার পর লোহা চুরি ও সিন্ডিকেট প্রথা ভেঙ্গে দিতে সক্ষম হই। ফলে নিলামে পরিত্যক্ত লোহা বিক্রয় ব্যবস্থাপনায় নিয়ে আসা হয় আমূল পরিবর্তন। অপরদিকে রেল প্রশাসনের সহযোগিতায় টেন্ডারবাজিও বন্ধ করা হয়েছে। উন্মুক্ত পদ্ধতিতে দরপত্র আহ্বান করা হচ্ছে। তার মতে সব ক্ষেত্রে যখন লোকসান আর নৈরাজ্য দেখা যায় তখন আমরা চেষ্টা করেছি এ খাত থেকে রেলের ক্ষতি কাটিয়ে উঠতে।
×