ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

নাটোরে ট্রেনের ৩৬৫০ লিটার জ্বালানিসহ গ্রেফতার ৫

প্রকাশিত: ০৯:২৯, ৩১ ডিসেম্বর ২০১৯

নাটোরে ট্রেনের ৩৬৫০ লিটার জ্বালানিসহ গ্রেফতার ৫

নিজস্ব সংবাদদাতা, নাটোর, ৩০ ডিসেম্বর ॥ নলডাঙ্গা উপজেলা থেকে ট্রেনের চুরিকৃত ৩৬৫০ লিটার জ্বালানিসহ (ডিজেল) ৫ জনকে গ্রেফতার করেছে র‌্যাব। সোমবার বেলা ১১টার দিকে উপজেলার বাসুদেবপুর বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলোÑ উপজেলার বাসুদেবপুর এলাকার মৃত অনুপের ছেলে আশরাফুল ইসলাম ওরফে মহসিন,সাইফুল ইসলাম, রফিকুল ইসলাম, মুক্তার হোসেন, নওগাঁর আত্রাই উপজেলার উচল কাশিমপুরের আব্দুল বারেক। র‌্যাব জানায়, র‌্যাব-৫, সিপিসি-২ নাটোর ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার এএসপি জামিল আহমেদের নেতৃত্বে নলডাঙ্গা উপজেলার বাসদেবপুর বাজার এলাকায় অভিযান চালায়। এসময় ট্রেনের চোরাই ৩৬৫০ লিটার জ¦ালানি, জ¦ালানি বিক্রয়লব্ধ সাড়ে ৭হাজার টাকা ও একটি ভ্যানসহ তাদের গ্রেফতার করা হয়। স্ত্রীর হামলায় আহত স্বামী হাসপাতালে স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ এবার নারী নির্যাতন নয়, পুরুষ নির্যাতনের ঘটনা ঘটেছে জেলার আগৈলঝাড়া উপজেলার রতœপুর গ্রামে। ওই গ্রামের এক সন্তানের জননী এক গৃহবধূর হামলায় গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন তার স্বামী। এ ঘটনায় সোমবার সকালে হামলাকারী স্ত্রীর বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছেন তার স্বামী। হাসপাতালে শয্যাশয়ী রতœপুর গ্রামের মৃত খলিল হাওলাদারের পুত্র ব্যবসায়ী সিদ্দিক হাওলাদার জানান, প্রায় একযুগ পূর্বে পার্শ্ববর্তী গৌরনদী উপজেলার পিঙ্গলাকাঠী গ্রামের হাকিম হাওলাদারের কন্যা হাসিনা বেগমকে তিনি সামাজিকভাবে বিয়ে করেন। বর্তমানে তাদের সংসারে একটি কন্যা সন্তান রয়েছে। বিয়ের পর থেকে তার স্ত্রী হাসিনা বেগম কারণে অকারণে বিভিন্ন অজুহাতে তার কাছে বড় অঙ্কের টাকা দাবি করে আসছিল। তার (হাসিনা) চাহিদামতো টাকা না দিতে পারলেই তাকে (সিদ্দিক) শারীরিক নির্যাতনের শিকার হতে হয়েছে। রবিবার বিকেলে ব্যবসায়িক কাজের জন্য হাসিনার কাছে জমাকৃত ৪০ হাজার টাকা চাওয়ায় ক্ষিপ্ত হয়ে সে (হাসিনা) ঘরের দরজা বন্ধ করে তাকে (স্বামী সিদ্দিক) এলোপাথাড়িভাবে মারধর করে গুরুতর আহত করে। পরবর্তীতে বাড়ির লোকজনে আহত সিদ্দিককে উদ্ধার করে উপজেলা হাসপাতালে ভর্তি করেন।
×