ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

চাঁপাইয়ে ২৫ মাদকসেবীর জরিমানা

প্রকাশিত: ০৯:২৮, ৩১ ডিসেম্বর ২০১৯

চাঁপাইয়ে ২৫ মাদকসেবীর জরিমানা

স্টাফ রিপোর্টার, চাঁপাইনবাবগঞ্জ ॥ চাঁপাইনবাবগঞ্জে র‌্যাব মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ২৫ জন মাদকসেবীকে হাতেনাতে গ্রেফতার করে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মাদকসেবীদের বিভিন্ন মেয়াদে কারা ও অর্থদ- প্রদান করা হয়। সোমবার চাঁপাইনবাবগঞ্জ সদর থানার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ সাইফুল ইসলাম, মোহাম্মাদ রবিন মিয়া, মোঃ আশরাফুল ইসলাম, খাদিজা বেগম ভ্রাম্যমাণ আদালতে উপস্থিত থেকে এ রায় প্রদান করেন। এ সময় চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার মোহাম্মদ সাঈদ আব্দুল্লাহ আল-মুরাদ পিপিএমও উপস্থিত ছিলেন। ভ্রাম্যমাণ আদালতের বিচারকরা প্রকাশ্যে মাদক সেবনের অপরাধে আসামিদের ৮৭ হাজার ৫০০ টাকা জরিমানা ও বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদ- প্রদান করে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন। গ্রেপ্তারকৃতরা হচ্ছে সাহাবাজপুর শেখপাড়ার রুমন আলী, মহারাজপুর শেখ পাড়ার নাইম আলী, রানীবাড়ী চাঁনপুর এলাকার কারিমুল একই এলাকার মুকুল, আজাইপুর মহল্লার ওয়াসীম আলী, টিকরামপুরের শিহাবউদ্দিন, রেহাইচর হঠাৎ পাড়ার কোরবান আলী, হরিপুরের গোলাম মোস্তফার ছেলে রবিউল, তানোরের বংপুর বিল্লী এলাকার আবুল কাশেমের ছেলে সোহেল রানা, আমনুরা ঝিলিম এলাকার শ্রী তাপস চন্দ্র দাস। আমনুরা বালিকাপাড়ার রফিকুল ইসলাম, বালাপুরের শ্রী ধীরেন্দনাথ দাস, মসজিদ পাড়ার মোজাম্মেল হক, কানসাট বাজারের সোহেল, কানসাট গোপালপুরের কালাম, একই এলাকার ডালিম, শহিদুল ইসলাম, মোঃ লালন, গোমস্তাপুরের কলোনীপাড়ার আজিরুল শেখের ছেলে আজীম, একই উপজেলার ছমির মিয়ার ছেলে বাবুল, বেলেপুকুরে শহিদুল ইসলাম, মাটিলাপাড়ার শাহীন আলম একই এলাকার বাদশা ইসলাম, রাইকৃষ্ণপুরের আশাদুল হকের ছেলে আশিকুল ইসলাম, কানসাট মিল্লিক এলাকার সেতাউর রহমানের ছেলে পিন্টু। গ্রেফতারকৃত আসামিদের কাছ থেকে ২০ পুরিয়া ১০০ গ্রাম গাঁজা, ৫ পুরিয়া ১ গ্রাম হেরোইন, গাঁজা মেশানো ১০ প্যাকেট সিগারেট, ১টি ইয়াবা ট্যাবলেট ও ৪টি হেরোইন খাবার পাইপ জব্দ করে র‌্যাব। যা ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে পুড়িয়ে ধ্বংস করা হয়।
×