ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

জরাজীর্ণ স্কুল ভবন উর্ধমুখী সম্প্রসারণ ॥ দুর্ঘটনার আশঙ্কা

প্রকাশিত: ০৯:২৭, ৩১ ডিসেম্বর ২০১৯

জরাজীর্ণ স্কুল ভবন উর্ধমুখী সম্প্রসারণ ॥ দুর্ঘটনার আশঙ্কা

বিশ্বজিৎ মনি, নওগাঁ ॥ মহাদেবপুর উপজেলার হামিদপুর-জিগাতলা উচ্চ বিদ্যালয়ের ফাটল ধরা জরাজীর্ণ ভবনের ছাদে নতুন পাঠদান কক্ষ নির্মাণ করা হচ্ছে। এতে দুর্ঘটনার আশঙ্কায় শংকিত এলাকাবাসী। উপজেলার সফাপুর ইউনিয়নের এ বিদ্যালয়ের জরাজীর্ণ ভবনটি প্রায় ৩০ বছরের পুরনো। এ ভবনের ছাদে পাঠদান কক্ষ নির্মাণ কাজ শুরু করায় সংশ্লিষ্ট শিক্ষক, শিক্ষার্থী এবং তাদের পরিবারের সদস্যসহ এলাকাবাসী চরমভাবে ক্ষুব্ধ হয়ে উঠে। যে কোন দিন জরাজীর্ণ বিদ্যালয়টির ভবন ধসে শিক্ষক এবং শিক্ষার্থীসহ জানমালের ক্ষতি হওয়ার আশঙ্কায় উদ্বিগ্ন তারা। ২০১৯-২০ অর্থবছরে শিক্ষা প্রকৌশলী অধিদফতরের বেসরকারী মাধ্যমিক শিক্ষা প্রকল্পের অধীনে ১ কোটি ১ লাখ টাকা ব্যয় বরাদ্দে ওই শিক্ষা প্রতিষ্ঠানের দোতলায় পাঠদান কক্ষ নির্মাণে কার্যাদেশ দেয়া হয় বলে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক নিকুঞ্জ বিহারী জানান। জরাজীর্ণ এ বিদ্যালয় ভবনের অধিকাংশ বিম, পিলার ও ওয়াল ফেটে যাওয়ায় ওই ভবনের দোতলায় নতুন পাঠদান কক্ষ নির্মাণ করা নিয়ে এলাকাবাসীর মধ্যে চরম ক্ষোভ সৃষ্টি হলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এলাকাবাসীর কোন কথায় তোয়াক্কা না করে নির্মাণ কাজ চালিয়ে আসছে। বিম, পিলার ও ওয়ালের ফেটে যাওয়া স্থানগুলোতে সিমেন্ট এবং বালু দিয়ে জোড়াতালি দিচ্ছে ঠিকাদারের লোকজন। ওই শিক্ষা প্রতিষ্ঠানের ছাদে জলছাদ না থাকায় ভবনটির ব্রিক ও বিম ড্যাম হয়ে যাওয়ার সত্যতা স্বীকার করে ঠিকাদারী প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী ফজলুল হক বাবু গণমাধ্যমকে জানান, সংশ্লিষ্ট অধিদফতরের প্রকৌশলী অনেক আগেই ওই ভবনের পরীক্ষা নিরীক্ষা শেষ করলেও টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন করতে অনেক সময় ব্যয় হয়েছে। তবে ওই শিক্ষা প্রতিষ্ঠানের ভবনটি ঝুঁকিপূর্ণ নয় বলে তিনি দাবি করেন। এদিকে নওগাঁর শিক্ষা প্রকৌশলী অধিদফতরের সহকারী প্রকৌশলী তামিম আহমেদ জানান, তিনি নতুন যোগদান করেছেন। এ বিষয়ে তার কোন কিছু জানা নেই। তবে তিনি বলেছেন, পূর্বের প্রকৌশলী ওই শিক্ষা প্রতিষ্ঠানের ভবনটি পরীক্ষা নিরীক্ষা করেছেন। তবে এ বিদ্যালয়টি কোন ঝুঁকিপূর্ণ নয় বলে তিনি জানান। ওই শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অভিভাবক ইউনুছ আলী, হুমায়ন আহমেদ, হারুনুর রশিদ ও তাপস ম-ল অভিযোগ করেন তারাসহ এলাকাবাসী এ শিক্ষা প্রতিষ্ঠানের জরাজীর্ণ ভবনের দোতলায় নতুন পাঠদান কক্ষ নির্মাণ শুরু থেকে এর প্রতিবাদ করে এলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তাদের কথায় কোন কর্ণপাত না করে কাজ করে যাচ্ছেন।
×