ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

নতুন বছরেই সিলেটে তিন সীমান্ত হাট চালু হচ্ছে

প্রকাশিত: ০৯:২৭, ৩১ ডিসেম্বর ২০১৯

নতুন বছরেই সিলেটে তিন সীমান্ত হাট চালু হচ্ছে

স্টাফ রিপোর্টার, সিলেট অফিস ॥ সিলেটে ৩টি সীমান্ত হাট চালু হচ্ছে। সীমান্তবর্তী কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জে এবং কানাইঘাট উপজেলার সনাতনপুঞ্জি এলাকায় দুটি সীমান্ত হাট স্থাপনের কাজ চলমান রয়েছে। আগামী বছর শুরুর দিকে এ দুটি সীমান্ত হাট চালুর কথা রয়েছে। অপরদিকে বিয়ানীবাজার উপজেলার মুড়িয়ায় বাংলাদেশ-ভারত সীমান্তে হাট বসানোর লক্ষ্যে সব ধরনের প্রশাসনিক কাজ সম্পন্ন করা হয়েছে। বিয়ানীবাজার সীমান্ত হাট নিয়ে গত ২৪ ডিসেম্বর মুড়িয়া এলাকায় সীমান্ত পিলার মেইন পিলারের (১৩৬৩-১৩৬৪) মধ্যবর্তী নো-ম্যানস ল্যান্ডে বাংলাদেশ-ভারতের যৌথ ব্যবস্থাপনা কমিটির সভা হয়েছে। সংশ্লিষ্টরা জানিয়েছেন, সীমান্ত হাটে কাপড়, সাবান, মসলা, বাচ্চাদের জিনিসপত্র, গৃহস্থালি নানা জিনিসপত্র, তেল, ঘি, মশার কয়েল, প্লাস্টিক জাতীয় টেবিল-চেয়ার, সিরামিক্স, কসমেটিক্স সামগ্রী বিক্রি হওয়ার সম্ভাবনা রয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে বাংলাদেশ ও ভারতের সর্বোচ্চ ৫০ জন করে মোট ১০০ ব্যবসায়ী সীমান্ত হাটে পণ্য বিক্রি করতে পারবেন। হাটকে ঘিরে পূর্ণ নিরাপত্তা ব্যবস্থা থাকবে। সপ্তাহের রবি ও বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে সীমান্ত হাটের কার্যক্রম। সীমান্ত হাটের ক্রেতা-বিক্রেতাকে বর্ডার হাটে ক্রয়-বিক্রয় করার জন্য জেলা প্রশাসন হতে পরিচিত কার্ড ইস্যু করা হবে, হাটে প্রবেশের জন্য উভয়দেশের দু’দিকে ২টি গেট থাকবে। ওয়াচ টাওয়ার, শৌচাগার ও নিরাপত্তা ব্যবস্থাও থাকবে। সীমান্ত হাটের অবকাঠামোগত উন্নয়ন ভারতীয় কর্তৃপক্ষ শীঘ্রই শুরু করবে।
×