ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

অস্ত্র বিরতিতে রাজি তালেবান কাউন্সিল

প্রকাশিত: ০৯:১৪, ৩১ ডিসেম্বর ২০১৯

অস্ত্র বিরতিতে রাজি তালেবান কাউন্সিল

তালেবানের প্রভাবশালী পরিষদ রবিবার আফগানিস্তানে একটি সংক্ষিপ্ত পরিসরে অস্ত্র বিরতিতে রাজি হয়েছে। এর ফলে যুক্তরাষ্ট্রের সঙ্গে তাদের একটি শান্তিচুক্তি সই হতে পারে। সশস্ত্র গোষ্ঠীটির কর্মকর্তারা একথা জানিয়েছেন। তবে তারা বলেননি এটা কখন শুরু হবে। কোন শান্তিচুক্তি সইয়ের আগে ওয়াশিংটনের পক্ষ থেকে যুদ্ধ বিরতির দাবি জানিয়ে আসা হচ্ছিল। শন্তিচুক্তির ফলে আফগানিস্তান থেকে যুক্তরাষ্ট্র তাদের সৈন্যদের দেশে ফিরিয়ে নিয়ে যাবে এবং সেখানে তাদের ১৮ বছরের সামরিক কার্যক্রমের সমাপ্তি ঘটবে। কোন দেশে এটাই দীর্ঘদিন ধরে মার্কিন সৈন্য মোতায়েনের ঘটনা। হোয়াইট হাউস বলেছে, এ বিষয়ে তারা কোন মন্তব্য করবে না। যুক্তরাষ্ট্র শান্তিচুক্তিতে তালেবানের কাছ থেকে প্রতিশ্রুতি চায় যে আফগানিস্তান সন্ত্রাসী গ্রুপগুলোর ঘাঁটি হিসেবে ব্যবহৃত হবে না। বর্তমানে আফগানিস্তানে ১২ হাজার মার্কিন সেনা মোতায়েন রয়েছে। তালেবান প্রধান যুদ্ধ বিরতির সিদ্ধান্ত অনুমোদন করবেন সেটা প্রত্যাশা করা হয়নি। যুদ্ধ বিরতির সময়সীমা নির্দিষ্ট করে বলা হয়নি। তবে ধারণা করা হচ্ছে, এটা ১০ দিন স্থায়ী হতে পারে। কিন্তু এটা নির্দিষ্ট করা হয়নি কখন যুদ্ধ বিরতি শুরু হবে। তালেবানের মধ্যস্থতাকারী দলের চার সদস্য প্রভাবশালী পরিষদের সঙ্গে এক সপ্তাহ ধরে আলোচনা চালায়। -এপি
×