ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

‘এদেশের সমুদ্রে মাছ ধরতে এলে ৩ বছরের কারাদণ্ড’

প্রকাশিত: ০৬:০৬, ৩০ ডিসেম্বর ২০১৯

‘এদেশের সমুদ্রে মাছ ধরতে এলে ৩ বছরের কারাদণ্ড’

অনলাইন রিপোর্টার ॥ বিদেশী নৌযান আইন অমান্য করে বাংলাদেশের সমুদ্রে মাছ ধরতে এলে তিন বছরের কারাদন্ড আর পাঁচ কোটি টাকা জরিমানার বিধান রেখে ‘সামুদ্রিক মৎস্য আইন ২০১৯’ এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। একইসঙ্গে মাছ ধরার নৌকার লাইসেন্সের মেয়াদ ১ বছরের পরিবর্তে ২ বছর করা হয়েছে। আজ (সোমবার) সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এসব অনুমোদন দেয়া হয়। বৈঠক শেষে বিকেলে সচিবালয়ে সংবাদ সম্মেলনে এসব জানান মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। এ সময় তিনি আরও জানান, বৈঠকে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান বিশ্ববিদ্যালয় আইন, ২০১৯ এর খসড়া অনুমোদন চূড়ান্ত করা হয়েছে। এর আগে সকালে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকের শুরুতেই যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জানান, ঢাকাকে ২০২০ সালের জন্য ইয়ুথ ক্যাপিটাল ঘোষণা করেছে মুসলিম প্রধান রাষ্ট্রগুলোর সংস্থা ওআইসি।
×