ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

হাজার হাজার মানুষকে ভিক্টোরিয়া রাজ্য ছাড়ার নির্দেশ

প্রকাশিত: ১২:৫২, ৩০ ডিসেম্বর ২০১৯

 হাজার হাজার মানুষকে ভিক্টোরিয়া রাজ্য ছাড়ার নির্দেশ

জনকণ্ঠ ডেস্ক ॥ অস্ট্রেলিয়ায় দাবানলের আগুনের কারণে ভিক্টোরিয়া রাজ্য থেকে হাজার হাজার বাসিন্দা ও ছুটি কাটাতে আসা মানুষজনকে রাজ্য ছাড়ার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। সেখানে তাপমাত্রা এখন ৪০ ডিগ্রী সেলসিয়াস ছাড়িয়ে গেছে। সেই সঙ্গে ঝড়ো বাতাস আর বজ্রপাত হচ্ছে। বাতাসের দিক পরিবর্তন হলে সোমবার সবচেয়ে বিপজ্জনক পরিস্থিতি হয়ে উঠতে পারে। খবর বিবিসির। জরুরী সেবার প্রধান এ্যান্ড্রু ক্রিস বলেছেন, যারা ইস্ট গিপসল্যান্ড এলাকায় রয়েছেন, তাদের কোনরকম দেরি না করে সোমবার সকালের আগে ওই এলাকা ছাড়তে হবে। অস্ট্রেলিয়ার বনাঞ্চলে এখন এক শ’র বেশি দাবানলের আগুন জ্বলছে। সবচেয়ে বড় আগুন জ্বলছে নিউ সাউথ ওয়েলসের সিডনি শহরের কাছাকাছি। সেখানে প্রায় আড়াই লাখ মানুষ একটি পিটিশন স্বাক্ষর করেছেন যেন নতুন বছরের আগের রাতে আতশবাজি অনুষ্ঠান বাতিল করা হয় এবং সেই খরচ আগুনের বিরুদ্ধে লড়াইয়ে ব্যয় করা হয়।
×