ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

আজ সারাদেশে গণতন্ত্রের বিজয় দিবস

প্রকাশিত: ১২:২৯, ৩০ ডিসেম্বর ২০১৯

আজ সারাদেশে গণতন্ত্রের বিজয়  দিবস

বিশেষ প্রতিনিধি ॥ একাদশ জাতীয় সংসদ নির্বাচনের এক বছর পূর্তি উপলক্ষে আজ রবিবার ‘গণতন্ত্র বিজয় দিবস’ হিসেবে পালন করবে ক্ষমতাসীন আওয়ামী লীগ। রাজধানীসহ দেশের সকল জেলা/মহানগর, উপজেলা/ থানাসহ সংগঠনের সকল শাখার উদ্যোগে ‘গণতন্ত্রের বিজয় দিবস’ উদ্যাপন উপলক্ষে আজ বিজয় মিছিল, র‌্যালি, সমাবেশসহ বিভিন্ন কর্মসূচী পালন করা হবে। কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে আজ বিকেলে বঙ্গবন্ধু এভিনিউয়ের দলের কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগের উদ্যোগে যৌথ বিজয় সমাবেশ অনুষ্ঠিত হবে। রবিবার রাতে ধানমন্ডির আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে দলটির সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সাংবাদিকদের এ তথ্য জানিয়ে বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচন বাংলাদেশের গণতন্ত্র ও উন্নয়নের ইতিহাসে একটি মাইলফলক। ৩০ ডিসেম্বর বাংলাদেশের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ দিন। দিনটিকে ‘গণতন্ত্রের বিজয় দিবস’ হিসেবে পালন করার জন্য বিভিন্ন কর্মসূচী গ্রহণ করেছে আওয়ামী লীগ। ওবায়দুল কাদের বলেন, ২০১৮ সালের এই দিনে অনুষ্ঠিত নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিজয় লাভ করে বাংলাদেশ আওয়ামী লীগ। বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নেতৃত্বে মহান মুক্তিযুদ্ধের চেতনায় অগ্রসরমান সমৃদ্ধ বাংলাদেশের পক্ষে গণরায় প্রদান করে বাংলার জনগণ। জনগণের রায়ে অশুভ শক্তি দুর্নীতি-সন্ত্রাস ও জঙ্গীবাদের পৃষ্ঠপোষকদের আস্ফালন আর সহিংস রাজনীতির অন্ধকার ছায়া কাটিয়ে গণতন্ত্রের নবতর অভিযাত্রায় সমৃদ্ধির ঐশ্বর্যে প্রদীপ্ত সূর্যোদয় ঘটে। তিনি বলেন, নির্বাচনে স্বাধীনতাবিরোধী, যুদ্ধাপরাধী, ১৫ আগস্ট, জেলহত্যা ও ২১ আগস্টের খুনীদের এবং সন্ত্রাস-জঙ্গীবাদ ও সাম্প্রদায়িক অপশক্তিকে প্রত্যাখ্যান করে দেশবাসী। ২৫৯ আসনে জয় লাভ করে বাংলাদেশ আওয়ামী লীগ। তিনি আজ সারাদেশে বিজয় মিছিল, র‌্যালি, সমাবেশসহ বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে ‘গণতন্ত্রের বিজয় দিবস’ পালনের জন্য আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন। জানা গেছে, একাদশ সংসদ নির্বাচনের বর্ষপূর্তির দিন আজ রাজপথসহ সারাদেশের মাঠ দখলে রাখবে আওয়ামী লীগ। বিএনপির কর্মকা-ের দিকে তীক্ষ্ম নজর রাখা হবে। গণতন্ত্রের বিজয় দিবসের এই দিনটিতে রাজধানীর অলিগলিসহ দুই শতাধিক স্থানে দিনভর সতর্ক অবস্থানে থেকে বিজয়োৎসব পালন করবে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরাসহ মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী অসংখ্য মানুষ। কেন্দ্রীয়ভাবে আজ বিকেল তিনটায় রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগের আয়োজনে বিজয় সমাবেশ অনুষ্ঠিত হবে। সমাবেশে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন। সাংবাদিক সম্মেলনে অন্যান্যের মধ্যে আওয়ামী লীগের সভাপতিম-লীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক ডাঃ দীপু মনি, সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক, আফজাল হোসেন, ত্রাণ বিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দী, প্রচার সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ, উপ-দফতর সম্পাদক সায়েম খান প্রমুখ উপস্থিত ছিলেন।
×