ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

মৃণাল সেনের প্রথম মৃত্যুবার্ষিকীতে ফরিদপুরে নানা আয়োজন

প্রকাশিত: ১০:২৫, ৩০ ডিসেম্বর ২০১৯

 মৃণাল সেনের প্রথম মৃত্যুবার্ষিকীতে ফরিদপুরে নানা আয়োজন

নিজস্ব সংবাদদাতা, ফরিদপুর, ২৯ ডিসেম্বর ॥ আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চলচ্চিত্র নির্মাতা ফরিদপুরের কৃতী সন্তান মৃণাল সেনের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সোমবার ফরিদপুরে অনিয়মিত সাহিত্য পত্রিকা ‘উঠোন’-এর উদ্যোগে বিভিন্ন কর্মসূচী হাতে নেয়া হয়েছে। কর্মসূচীর মধ্যে রয়েছে সোমবার সকালে শহরের ঝিলটুলী মহল্লার দক্ষিণ কালীবাড়ী এলাকার মৃণাল সেনের পৈত্রিক বাড়ির আঙ্গিনায় মৃণাল সেনের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, এক মিনিট নীরবতা ও আলোচনাসভা। সাহিত্য পত্রিকা ‘উঠোন’-এর সম্পাদক মফিজ ইমাম জানান, ফরিদপুরের কৃতী সন্তান মৃণাল সেন আমাদের গৌরব। তাকে তুলে ধরাই আমাদের কর্তব্য। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চলচ্চিত্র নির্মাতা মৃণাল সেন ১৯২৩ সালের ১৪ মে ফরিদপুরে জন্মগ্রহণ করেন। গত বছর ৩০ ডিসেম্বর ভারতের কলকাতায় তিনি মৃত্যুবরণ করেন। সর্বশেষ ১৯৯১ সালে সস্ত্রীক মৃণাল সেন ফরিদপুর সফরে আসেন।
×