ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

নবীন-প্রবীণ প্রাণের মেলায় মুখরিত যশোর ক্যান্টনমেন্ট কলেজ

প্রকাশিত: ১০:২৫, ৩০ ডিসেম্বর ২০১৯

 নবীন-প্রবীণ প্রাণের  মেলায় মুখরিত যশোর ক্যান্টনমেন্ট কলেজ

স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ নবীন-প্রবীণের প্রাণের মেলায় উচ্ছ্বাসে মেতে ছিল যশোর ক্যান্টনমেন্ট কলেজ। কলেজের সুবর্ণজয়ন্তী ও পুনর্মিলনীর দু’দিনব্যাপী জমকালো আয়োজনে মুখরিত ছিল কলেজ প্রাঙ্গণ। শনিবার বিকেলে দু’দিনব্যাপী এ আনন্দ আয়োজনের উদ্বোধন অনুষ্ঠিত হয়। রবিবার পর্দা নামে এ বর্ণিল আয়োজনের। জমকালো অনুষ্ঠানে মেতে ছিলেন কলেজের পাঁচ হাজার সাবেক শিক্ষার্থী। যশোরের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান ‘যশোর ক্যান্টনমেন্ট কলেজের ৫০ বছর পূর্তি হয়েছে এ বছর। এই অর্জনকে উপলক্ষ করে সুবর্ণজয়ন্তী ও পুনর্মিলনী উৎসবের আয়োজন করা হয়। দুই দিনব্যাপী এই অনুষ্ঠান উদ্যাপন করতে বর্ণিল সাজে সাজানো হয় পুরো ক্যাম্পাস। কলেজজুড়ে নানা রকমের বিলবোর্ড আর তোরণ শোভা বর্ধন করে গোটা এলাকার। একাডেমিক ও অফিস ভবন রঙবেরঙয়ের আলোর বিন্দু দিয়ে সাজানো হয়। দু’দিন রাতেই অনুষ্ঠিত হয় বর্ণিল কনসার্ট। রবিবার সকালে যশোর পৌরপার্ক থেকে বের হয় বর্ণিল শোভাযাত্রা। সাবেক শিক্ষার্থীরা বাদ্যের তালে তালে নেচে গেয়ে উপভোগ করে এ শোভাযাত্রা। বেলা সাড়ে ১১টায় কলেজ ক্যাম্পাসে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। কলেজ অধ্যক্ষ লে. কর্নেল আমিনুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এলজিআরডি প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য। বিশেষ অতিথি ছিলেন যশোর-৩ আসনের সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ। অনুষ্ঠানে বক্তব্য দেন প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য’র সহধর্মিনী মহিলা পরিষদ নেত্রী তন্দ্রা ভট্টাচার্য্য, কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি ব্রিগেডিয়ার জেনারেল এ এস এম বাহাউদ্দিন প্রমুখ।
×