ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

উন্নয়নের অঙ্গীকার নিয়ে ভোটারদের দ্বারে দুই প্রার্থী

প্রকাশিত: ১০:২৪, ৩০ ডিসেম্বর ২০১৯

 উন্নয়নের অঙ্গীকার  নিয়ে ভোটারদের  দ্বারে দুই প্রার্থী

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ চট্টগ্রাম-৮ (চান্দগাঁও-বোয়ালখালী) আসনের উপ-নির্বাচনের প্রচার জমে উঠেছে। উভয় প্রার্থীই এলাকার উন্নয়নের অঙ্গীকার নিয়ে ভোটারদের দ্বারে দ্বারে। নৌকা ও ধানের শীষ প্রতীকের পোস্টারে ছেয়ে গেছে নির্বাচনী এলাকা। ভোট যতই কাছে আসছে ততই পাল্টে যাচ্ছে এলাকার চেহারা। আওয়ামী লীগ প্রার্থী মোছলেম উদ্দিন আহমেদ বলছেন, জনগণ উন্নয়নের পক্ষেই রায় দেবে। অপরদিকে, বিএনপি প্রার্থী আবু সুফিয়ান বলছেন, কোন অপশক্তি ধানের শীষের জোয়ার ঠেকাতে পারবে না। আওয়ামী লীগ প্রার্থী মোছলেম উদ্দিন আহমদ মহানগরীর চান্দগাঁও এলাকার বিভিন্ন স্থানে গণসংযোগকালে বলেন, নৌকায় একটি ভোট দিন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে দিয়ে এক বছরে মধ্যেই কালুরঘাট সেতুর নির্মাণ কাজ উদ্বোধন করব। আমি একজন রাজনৈতিক কর্মী থেকে নেতা হয়েছি। দেশ স্বাধীন করার জন্য জীবনবাজি রেখে যুদ্ধ করেছি। কখনও জাতির পিতা বঙ্গবন্ধুর আদর্শ থেকে আদর্শচ্যুত হয়নি। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমার ওপর আস্থা ও বিশ্বাস রেখে নৌকার মাঝি বানিয়েছেন। আগামী ১৩ জানুয়ারি নৌকায় একটি ভোট দিন, যাতে করে বোয়ালখালী ও চান্দগাঁও চেহারা পাল্টে দিতে পারি। নগরীর চান্দগাঁও আবাসিক এলাকার সামনে আরবি কনভেশন সেন্টারে চট্টগ্রাম-৮ এলাকার সিটি কর্পোরেশনের আওতাধীন সাংগঠনিক ওয়ার্ডের সাবেক ও বর্তমান ছাত্রলীগ নেতৃবৃন্দদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে তিনি কথাগুলো বলেন। কেন্দ্রীয় আওয়ামী লীগের জাতীয় নির্বাচন পরিচালনা উপ-কমিটি সদস্য ও ওমরগনিএমইএস কলেজ ছাত্র সংসদ জিএস আরশেদুল আলম বাচ্চু সভাপতিত্বে অনুষ্ঠিত হয় এ মতবিনিময় সভা। বিএনপির প্রার্থী আবু সুফিয়ান রবিবার গণসংযোগ করেন নগরীর খাজা রোডের বলিরহাট এলাকায়। তিনি বলেন, ধানের শীষের জোয়ার কোন অপশক্তি ঠেকাতে পারবে না। যদি সুষ্ঠু ভোট হয় তাহলে এ আসনের উপ-নির্বাচনে বিএনপিই জয়লাভ করবে। একজন নির্বাচিত জনপ্রতিনিধির কাছে সাধারণ মানুষের অনেক প্রত্যাশা থাকে। বোয়ালখালীবাসীর প্রত্যাশা বোয়ালখালী সেতু। আমি জনগণের ভোটে নির্বাচিত হলে সংসদে উচ্চকণ্ঠে এই সেতু বাস্তবায়নে অবদান রাখব। এছাড়া নির্বাচনী এলাকার মানুষকে ভূমি দস্যুতা, মাদকের ছোবল ও জলবদ্ধতা থেকে রক্ষাসহ মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করব। আমাদের মধ্যে অবাধ ও নিরপেক্ষ নির্বাচন নিয়ে শঙ্কা আছে। বর্তমান সরকার ও নির্বাচন কমিশনের অতীত কর্মকা- সুখকর নয়। তারপরও ধানের শীষের যে জোয়ার উঠেছে তা কোন অপশক্তি ঠেকাতে পারবে না। জনগণের বিজয় হবেই। বিএনপির স্থানীয় নেতাকর্মীরা গণসংযোগে অংশ নেন। তারা ভোটারদের মধ্যে ধানের শীষ প্রতীকের প্রচারপত্র বিলি করেন। এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর, মহানগর বিএনপির সহ-সভাপতি অধ্যাপক নুরুল আলম রাজু, যুগ্ম-সম্পাদক ইয়াসিন চৌধুরী লিটন, সম্পাদক ম-লীর সদস্য মোঃ বখতেয়ার, মোঃ ইদ্রিস আলী, আবদুল আজিজ, মোঃ শাহজাহান প্রমুখ।
×