ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

সিক্রেট সান্তা বিল গেটস

প্রকাশিত: ১০:২২, ৩০ ডিসেম্বর ২০১৯

 সিক্রেট সান্তা বিল গেটস

‘সিক্রেট সান্তা’ হলেন বিল গেটস। ‘রেডিট’ সংস্থার পক্ষ থেকে আয়োজিত অনলাইন ক্রিসমাস গিফট আদান-প্রদান কর্মকাণ্ডে শামিল হয়েছিলেন ডেট্রয়েটের বাসিন্দা শেলবি। এক সময় তিনি আবিষ্কার করলেন তার ‘সিক্রেট সান্তা’ বিশ্বের অন্যতম ধনী ব্যক্তি ধনকুবের বিল গেটস! ২০১৩ সাল থেকে মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস যোগ দিচ্ছেন এই ‘রেডিট গিফট এক্সচেঞ্জে’। শেলবি জানান, এটা সবারই জানা বিল গেটস অনেক বছর ধরেই এতে অংশ নিচ্ছেন। তবে আমি কখনও ভাবিনি উনিই আমার সিক্রেট সান্তা হবেন। এটা সত্যিই অভাবনীয়। শেলবি জানিয়েছেন, তিনি বিল গেটসের কাছ থেকে ৩৬ কেজির উপহার পেয়েছেন। সেখানে অনেক কিছুর সঙ্গে রয়েছে ‘দ্য গ্রেট গ্যাটসবি’-এর এক সুন্দর পান্ডুলিপি, একটি হ্যামক, চকোলেট, হ্যারি পটারের সান্তা টুপি। এছাড়াও রয়েছে তার বিড়ালের জন্য উপহারও। এই উপহার ছাড়াও বিল গেটস ‘আমেরিকান হার্ট এ্যাসোসিয়েশন’-এ শেলবির মায়ের নামে অনুদান জমা করেছেন। শেলবির মা মারা গিয়েছেন তার বিয়ের দশ দিন আগে। -সিএনএন
×