ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

গাইবান্ধার এমপি ইউনুস আলীর দাফন সম্পন্ন

প্রকাশিত: ১০:২১, ৩০ ডিসেম্বর ২০১৯

 গাইবান্ধার এমপি  ইউনুস আলীর  দাফন সম্পন্ন

নিজস্ব সংবাদদাতা, ২৯ ডিসেম্বর, গাইবান্ধা ॥ গাইবান্ধা-৩ (সাদুল্যাপুর-পলাশবাড়ী) আসনের সংসদ সদস্য ডাঃ মোঃ ইউনুস আলী সরকার তার বাবা-মার কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হলেন। পূর্ব নির্ধারিত সিডিউলের পরিবর্তে রবিবার বিকেলে সর্বশেষ জানাজা শেষে সাদুল্যাপুর উপজেলার ভাতগ্রাম গ্রামের পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে। দীর্ঘদিন অসুস্থ থেকে শুক্রবার সকালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ^বিদ্যালয় হাসপাতালে সংসদ সদস্য ডাঃ মোঃ ইউনুস আলী সরকার ইন্তেকাল করেন। অস্টেলিয়া থেকে মরহুমের বড় ছেলে ড. ফয়সাল ইউনুস দেশে ফেরার পর রবিবার সকালে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। এরপর দুপুরে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে দ্বিতীয় জানাজা এবং বাদ আছর সাদুল্যাপুর উপজেলার ভাতগ্রাম স্কুল এ্যান্ড কলেজ মাঠে তৃতীয় জানাজা অনুষ্ঠিত হয়। এই বিদ্যালয় থেকে তিনি এসএসসি পাশ করেছিলেন। জানাজার আগে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন ডাঃ মোঃ ইউনুস আলী সরকারের বড় ছেলে ড. ফয়সাল ইউনুস ও ভাতিজা নূর আলম মিয়া। জানাজায় এলাকাবাসীর সঙ্গে জেলা প্রশাসক মোঃ আব্দুল মতিন ও পুলিশ সুপার মুহাম্মদ তৌহিদুল ইসলামসহ স্থানীয় প্রশাসনের উর্ধতন কর্মকর্তারা এবং আওয়ামী লীগ ও তার অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। পরে মরদেহের কফিনে পুষ্পস্তবক অর্পণ করেন প্রশাসন ও দলীয় নেতাকর্মীসহ ও বিভিন্ন স্তরের জনগণ। বিপুল সংখ্যক মানুষ এ জানাজায় অংশ নেয়। এরপর ভাতগ্রাম গ্রামের পৈতৃক ভিটার পারিবারিক কবরাস্থানে ডাঃ মোঃ ইউনুস আলী সরকারকে দাফন করা হয়। এদিকে বাসাস জানায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা রবিবার সকালে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় গাইবান্ধার সংসদ সদস্য ডাঃ ইউনুস আলী সরকারের কফিনে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান। পরে ডাঃ ইউনুস আলীর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে প্রধানমন্ত্রী সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। পরে প্রধানমন্ত্রী দলীয় প্রধান হিসেবে দলের পক্ষ থেকে সিনিয়র নেতাদের নিয়ে ডাঃ ইউনুস আলীর কফিনে আর একটি পুষ্পস্তবক অর্পণ করেন। প্রধানমন্ত্রী পরে ইউনুস আলীর পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান এবং মরহুমের রুহের শান্তি ও মাগফিরাত কামনা করেন। এর আগে রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদের পক্ষে তাঁর সামরিক সচিব মরহুমের কফিনে পুষ্পস্তবক অর্পণ করেন। জাতীয় সংসদের স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী, ডেপুটি স্পীকার ফজলে রাব্বি মিয়া এবং চীফ হুইপ ও হুইপগণ ইউনুস আলীর কফিনে পুষ্পস্তবক অর্পণ করেন। এর আগে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ইউনুস আলীর জানাজা অনুষ্ঠিত হয়। মন্ত্রিবৃন্দ, ডেপুটি স্পীকার, চীফ হুইপ, হুইপবৃন্দ, সংসদ সদস্যগণ এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ জানাজায় শরিক হন। এ সময় মরহুমের রুহের শান্তি ও মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।
×