ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

লোকজ ঐতিহ্যের আদি রূপ, গর্বের উত্তরাধিকার

প্রকাশিত: ১০:১৮, ৩০ ডিসেম্বর ২০১৯

লোকজ ঐতিহ্যের  আদি রূপ, গর্বের  উত্তরাধিকার

মোরসালিন মিজান ॥ শহর ঢাকায় লোকজ উৎসব। লোকজ উৎসব বলতে, দায়সারা গোছের কিছু নয়। সচেতন প্রয়াস। গ্রামে-গঞ্জে শত প্রতিকূলতার মাঝেও যারা পূর্ব পুরুষের চর্চা বাঁচিয়ে রেখেছেন, শিল্পকর্মের আদি ফর্ম অবিকৃত রেখে টিকে থাকার সংগ্রাম করছেন যারা, তাদের অংশগ্রহণে সমৃদ্ধ একটি আয়োজন। আয়োজনের নাম জয়নুল উৎসব। হ্যাঁ, প্রতিষ্ঠাতা শিল্পীর জন্মদিনে তারই নামে প্রতি বছর বর্ণাঢ্য উৎসবের আয়োজন করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ। গতকাল ২৯ ডিসেম্বর ছিল ১০৫তম জয়নুলজয়ন্তী। বিশেষ দিবসে রবিবার অনুষদ প্রাঙ্গণে তিন দিনব্যাপী উৎসবের উদ্বোধন করা হয়। আরও অনেক আয়োজন থাকলেও, প্রধান হয়ে উঠেছে লোকজমেলা। এ জন্য তৃণমূল থেকে শিল্পীদের আমন্ত্রণ জানিয়ে ঢাকায় নিয়ে আসা হয়েছে। সংখ্যাটা খুব বেশি হবে না। তবে প্রত্যেকেই নিজ নিজ কাজে দক্ষ। নিবেদিত প্রাণ। পূর্বসূরিদের কাজ, লোক উপাদান শহুরেদের সামনে গর্বের সঙ্গেই তুলে ধরছেন তারা। চাঁপাইনবাবগঞ্জ থেকে নক্সিকাঁথা সুচিশিল্পের নিদর্শন নিয়ে এসেছেন রুনা বেগম। তার কাঁথাস্টিচে কত যে গল্প বুনা! সূক্ষ্মাতিসূক্ষ্ম কাজ দেখে অভিভূত না হয়ে পারা যায় না। নিজের হাতের কাজ ছাড়াও আছে গুরুত্বপূর্ণ সংগ্রহ। ছোট ফোঁড়ের একটি কাঁথা দেখিয়ে তিনি বললেন, এটির বয়স এক শ’র কম হবে না। আমার নানির মা তৈরি করেছিলেন। কাঁথার গায়ে যে সেলাই সেটির নাম শুজিনী। বহু বছরের পুরনো সেলাই। আমরা এখন আর তুলতে পারি না। আরেকটি পুরনো কাঁথার সেলাই দেখিয়ে তিনি বললেন, লহরী। এটিও এখনকার কেউ তেমন করতে পারে না। কথা বলতে বলতেই চোখ গেল রুনার নিজের করা কাজের দিকে। হাতে নিয়ে দাম জানতে চাইলে তিনি বললেন, ১৮ হাজার টাকা! এত দাম শুনে চোখ যখন কপালে তখন সুচিশিল্পী জানান, ইতোমধ্যে কাঁথাটি বিক্রি হয়ে গেছে! কেন হবে না? এক বছর কাঁথাটিতে কাজ করেছেন রুনা! ধাতব শিল্পের নিদর্শন নিয়ে মেলায় যোগ দিয়েছেন বাবুল আক্তার। ধামরাইয়ের শিল্পী। কাসা পিতলের কাজ করেন। তার স্টলে গ্রামীণ ঐতিহ্যের বিভিন্ন অনুষঙ্গ। বিভিন্ন প্রাণীর মডেল, দেব-দেবীর মূর্তি দিয়ে সাজানো। তবে ব্যবহারিক দিকটি এখানে তেমন প্রাধান্য দেয়া হয়নি। শোপিস হিসেবেই তৈরি করা। কথা প্রসঙ্গে বাবুল আক্তার বলেন, ধামরাইয়ে কাসা পিতল শিল্পের কাজ হতো ২৬০টি ঘরে। এখন আছে দুই থেকে তিনটি। এ অবস্থায় টিকে থাকার জন্য সংগ্রাম করছেন বলে জানান তিনি। শাঁখারি বাজার থেকে এসেছেন অনুপ নাগ। তার স্টলে কারুকাজ করা শঙ্খ। এত কাজ সচরাচর দেখা যায় না। কোনটির শরীর কেটে মহাভারত বা রামায়নের চরিত্র ফুটিয়ে তোলা হয়েছে, কোনটিতে দেখা দিয়েছেন দেবী দুর্গা। জয়নুলের বিখ্যাত চিত্রকর্মও বাদ যায়নি। কাজ বেশি বলে দামও বেশি। একটির দাম ৪৫ হাজার টাকা বলে জানান শাঁখারি। মেলায় শোলা শিল্পের প্রতিনিধি গোপেন্দ্রনাথ। জানান, এখন বয়স ৭৭ বছর। একেবারে চার-পাঁচ বছর বয়স থেকে শোলা শিল্পের কাজ করছেন তিনি। স্টলে বসেই শোলা কেটে পাখি ফুল বানাচ্ছিলেন। তবে পেশার ভবিষ্যত নিয়ে আশঙ্কা প্রকাশ করলেন তিনি। বললেন, আমার ছেলেকেও শিখিয়েছিলাম। তারা এখন বলে, এ করে পেটের ভাত হবে না। তাছাড়া শোলাও পাওয়া যায় না এখন। জল কমছে। শোলাও কমছে। ক’দিন চালিয়ে নিতে পারবেন তা অনিশ্চিত বলে জানান তিনি। মৃৎশিল্পের নিদর্শন নিয়ে এসেছেন কিশোরগঞ্জের সুনীল পাল। বয়স ৭০। পঞ্চাশ বছর ধরে পুতুল বানান তিনি। তার স্টলে কলসি কাকে চলা গ্রাম্য বধূ, বেদে নারী, ধান বানার চিত্র। আছে ইংরেজরাও। তার চেয়েও বিস্ময়কর তথ্যÑ জয়নুলের সঙ্গে পরিচয় ছিল সুনীল পালের। শিল্পাচার্য তাকে খুঁজে বের করেন। তার সামনে সোনারগাঁওয়ে কাজ করেছেন সুনীল। সে অভিজ্ঞতা বলার সময় চোখে অদ্ভুত এক আনন্দ খেলে যায় তার। বলেন, অসাধারণ মানুষ ছিলেন। বলতেন, নিজের জ্ঞান দিয়ে কাজ কর। ভাল না হলেও অসাধারণ বলতেন। উৎসাহ দিতেন। মেলায় আছে সিলেটের ঐতিহ্যবাহী শীতলপাটি। মৌলভীবাজারের শিল্পী অরুণ চন্দ্র একটি শীতলপাটির দাম চাইলেন ২৮ হাজার টাকা। তবে কাজ ও আরামের দিকটি লক্ষ্য করলে দামটা বেশি মনে হয় না। এভাবে বিভিন্ন স্টল ঘুরে গ্রামের মেলা দেখার অনুভূতি হয়। অন্যের আচার, মিথ্যা অহঙ্কার ছুঁড়ে আত্মপরিচয়ে জেগে উঠার অনুপ্রেরণা জোগায় জয়নুল উৎসব। এর আগে সকালে চারুকলার বকুল তলায় উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে জয়নুল সম্মাননা প্রদান করা হয় ভারতীয় শিল্পী ড. জনক ঝঙ্কার নার্জারি, বাংলাদেশের শিল্পী মাহমুদুল হক ও হামিদুজ্জামানকে। সম্মাননা গ্রহণ করে ভারতীয় শিল্পী ড. জনক ঝঙ্কার নার্জারি বলেন, শিল্পীরা ভুঁইফোঁড়। মাটি থেকে আপনি জন্ম নেয়। জয়নুল আবেদিন তেমনই শিল্পী। তিনি শিল্পের জন্য জমি তৈরি করে গিয়েছিলেন। তার অবদান ঐতিহাসিক। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি বলেন, এ দেশের মাটি থেকে নিজেদের যে সংস্কৃতি, যে ঐতিহ্য, যে শক্তি, সেটিকে সামনে নিয়ে এসেছিলেন শিল্পাচার্য। চিত্রকর্মে গ্রামীণ জীবনের আনন্দ বেদনা সৌন্দর্য তুলে ধরেছেন তিনি। আমাদেরকে বাংলাদেশ ও বাঙালিত্ব সম্পর্কে জানতে চিনতে আগ্রহী করেছেন। গর্ব করতে শিখিয়েছেন। জয়নুল আবেদিন মনে করতেন নান্দনিক একটা জীবনেরও চাহিদা থাকা উচিত। শুধু বিত্তের অভাবে দরিদ্র হয় না মানুষ, নান্দনিকতা বোধের অভাবের কারণেও দরিদ্র হয়। জয়নুলের শিক্ষা নিয়ে এগিয়ে যাওয়ার আহ্বান জানান শিক্ষামন্ত্রী। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আখতারুজ্জামান বরাবরই আঞ্চলিক উচ্চারণে কথা বলেন। এ কারণে বক্তা হিসেবে আলাদা পরিচিতি আছে তার। তবে এদিন আয়োজিত লোকজ সংস্কৃতির মেলার মূল ভাবের সঙ্গে তার উচ্চারণ যেন বেশ মানিয়ে যায়। আখতারুজ্জামান শিল্পাচার্য শব্দটিকে ‘শিল্পাছার্য’ বললেও, খুব একটা কানে লাগেনি। সভাপতির বক্তৃতায় তিনি বলছিলেন, ‘শিল্পাছার্য ইনহিউমেন কতগুলা এপ্রোচ, ইনহিউমেন কতগুলা এক্টিভিটিস, সেগুলোর ওপর তিনি একটি হিউমেন ইমোশন দিয়েছেন। মানুষ সমাজ ব্যবস্থাপনা- সেগুলোকে যেভাবে তিনি উপস্থাপন করেছেন তার চিত্রকর্মে, তা শুধু দেশে নয়, আন্তর্জাতিক পরিমন্ডলেও আবেদন সৃষ্টি করেছিল। জয়নুল উৎসব আগামীকাল মঙ্গলবার পর্যন্ত চলবে।
×