ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

কুমিল্লায় রূপায়ণ টাওয়ার ধসের তিন দিনেও মামলা হয়নি

প্রকাশিত: ১০:০৭, ৩০ ডিসেম্বর ২০১৯

 কুমিল্লায় রূপায়ণ টাওয়ার ধসের  তিন দিনেও মামলা হয়নি

নিজস্ব সংবাদদাতা, কুমিল্লা, ২৯ ডিসেম্বর ॥ কুমিল্লা নগরীর প্রাণকেন্দ্র কান্দিরপাড় এলাকায় লিজের সম্পত্তিতে গড়ে তোলা দীপিকা-দীপালি সিনেমা হল ভেঙ্গে নির্মাণাধীন রুপায়ণ-দেলোয়ার টাওয়ারের একটি বহুতল ভবনের ছাদ ধসে এক শ্রমিক নিহত ও অন্তত ২০ শ্রমিক আহতের ঘটনায় তিন দিনেও মামলা হয়নি। এদিকে নকশাবহির্ভূত ও ত্রুটিপূর্ণ ইমারত নির্মাণ কাজ করায় রবিবার কুমিল্লা সিটি কর্পোরেশন থেকে ওই টাওয়ারের নির্মাণ কাজ বন্ধ রাখার নোটিস প্রদান করা হয়েছে। সিটি কর্পোরেশনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী শেখ মোঃ নুরুল্লাহ স্বাক্ষরিত নোটিসটি বিকেলে দেলোয়ার থিয়েটার এন্টারপ্রাইজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক বরাবরে প্রেরণ করা হয়েছে। জানা গেছে, কুমিল্লা নগরীর প্রাণকেন্দ্র কান্দিরপাড় এলাকার কুমিল্লা টাউন হল মাঠের পশ্চিম পাশে ৬৩ শতাংশ ভূমি এলএ কেস নং- ২৯/১৯৬২-৬৩ মূলে সরকার অধিগ্রহণ করে।
×