ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

প্রকল্প বাস্তবায়নে দফতর প্রধান হিসেবে দায়িত্বশীল হতে হবে ॥ কৃষিমন্ত্রী

প্রকাশিত: ১০:০৬, ৩০ ডিসেম্বর ২০১৯

 প্রকল্প বাস্তবায়নে  দফতর প্রধান  হিসেবে দায়িত্বশীল  হতে হবে ॥  কৃষিমন্ত্রী

স্টাফ রিপোর্টার ॥ শুধু প্রকল্প পরিচালককে দায়িত্ব দিলে হবে না, দফতর প্রধান হিসেবেও প্রকল্প বাস্তবায়নে দায়িত্বশীল হওয়ার কথা বলেছেন কৃষিমন্ত্রী ড. মোঃ আব্দুর রাজ্জাক। এছাড়া ৩০ উপজেলায় কৃষি কর্মকর্তাদের প্রশিক্ষণের বিষয় জানার জন্য এবং প্রশিক্ষণের ফলে কৃষক কিভাবে এ থেকে উপকৃত হবে এ বিষয়ে উপসচিব পদমর্যাদার কর্মকর্তাদের মাঠ পরিদর্শনের নির্দেশ দেন মন্ত্রী। রবিবার মন্ত্রণালয়ের সভাকক্ষে কৃষি সচিব মোঃ নাসিরুজ্জামানের সঞ্চালনায় মাসিক এডিপি সভায় তিনি এ কথা বলেন। কৃষিমন্ত্রী বলেন, ডাল ও তৈল উৎপাদন বৃদ্ধিতে আরও অধিক গুরুত্ব দিতে হবে। ক্রমান্বয়ে ডাল ও তেল রফতানি কমিয়ে আনতে হবে। অবকাঠামো নির্মাণে বিল্ডিং কোডসহ অন্য নিয়ম যথাযথভাবে পালন করতে হবে। আগামী ছয় মাসের মধ্যে প্রকল্প ও মাঠ পর্যায়ে পরিদর্শন করে কাজের লক্ষ্যমাত্রা অর্জন ও প্রতিফলন জানাতে হবে। সকল পর্যায়ের অফিসারদের নিয়মিত মাঠ পরিদর্শনে যেতে হবে। মন্ত্রী আরও বলেন, কোন্ কোন্ পাটজাত পণ্য বাজারজাত করা যায় তা নির্ণয় করতে হবে। পাটের বহুমুখী ব্যবহারের প্রতি গুরুত্ব দিতে হবে। রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে কৃষকের হাটে যেসব নিরাপদ সবজি বিক্রি হচ্ছে সেসব সবজি যে জমিতে উৎপন্ন হয়েছে তার মাটি পরীক্ষা করে ফল নির্ণয়েরও নির্দেশ দেন কৃষিমন্ত্রী।
×