ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

‘এক শ্রেণীর উগ্রবাদী লোক ফেসবুকে গুজব ছড়াচ্ছে’

প্রকাশিত: ১০:০৪, ৩০ ডিসেম্বর ২০১৯

 ‘এক শ্রেণীর উগ্রবাদী লোক ফেসবুকে গুজব  ছড়াচ্ছে’

নিজস্ব সংবাদদাতা, ঝিনাইদহ, ২৯ ডিসেম্বর ॥ ‘গাহি সাম্যের গান’ এ স্লোগান সামনে রেখে ঝিনাইদহে সম্প্রীতি সংলাপ অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসনের আয়োজনে রবিবার সকালে শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বর থেকে এক সম্প্রীতি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে পায়রা চত্বরে গিয়ে এক মানববন্ধনে মিলিত হয়। পরে পুরাতন ডিসি কোর্ট মুক্তমঞ্চে সংলাপ অনুষ্ঠিত হয়। সম্প্রীতি সংলাপের প্রধান বক্তা সম্প্রীতি বাংলাদেশের আহ্বায়ক পীযূষ বন্দোপাধ্যায় বলেন, দেশের সব ধর্মের মানুষের রক্তের স্রোত ধারার মধ্য দিয়ে দেশের স্বাধীনতা অর্জিত হয়েছে। এদেশের মানুষের মধ্যে অন্য ধর্মের প্রতি সহনশীলতা সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে। এক শ্রেণীর ধর্মান্ধ ও উগ্রবাদী লোক ফেসবুকে গুজব ছড়িয়ে সমাজে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে। তিনি আরও বলেন, এদেশের অধিকাংশ মানুষ ইসলাম ধর্মাম্বলী। তারা সংখ্যালঘুদের পাশে না থাকলে সংখ্যালঘুরা এদেশে বাস করতে পারত না। এ দেশের হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রীস্টান একসঙ্গে মিলেমিশে বসবাস করেন। তিনি বলেন সবাইকে মুক্তযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ গড়ার কাজে নিজেদের কাজ করতে হবে। জেলা প্রশাসক সরোজ কুমার নাথের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্প্রীতি সংলাপে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই এমপি। বক্তব্য রাখেন, জেলা পরিষদের চেয়ারম্যান কনক কান্তি দাস, অতিরিক্ত পুলিশ সুপার মিলু মিয়া বিশ্বাস, সম্প্রীতি বাংলাদেশের সদস্য সচিব অধ্যাপক ডাঃ মামুন আল মাহতাব স্বপ্নীল, যুগ্ম আহ্বায়ক সাবেক সচিব নাসির উদ্দিন আহমেদ, মিহির কান্তি ঘোষ, সম্প্রীতি বাংলাদেশের জেলা আহ্বায়ক সাংবাদিক এম. সাইফুল মাবুদ, প্রেসক্লাবের সভাপতি এম. রায়হান, একরামুল হক লিকু, মাওলানা মহম্মদ উল্লাহ, নারায়ণ চন্দ্র বিশ্বাস, জন তালুকদার, আব্দুল হামিদ, শিক্ষিকা জয়া রানী চন্দ, স্কুলছাত্রী সানজিদা ইসলাম নূপুর প্রমুখ। বক্তারা, সম্প্রীতি ও সহমর্মিতার বন্ধন অটুট রেখে সমৃদ্ধ বাংলাদেশ গঠনে সকলকে এক সঙ্গে কাজ করে যাওয়ার আহ্বান জানান।
×