ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বিজয় দিবস ক্রীড়া

প্রকাশিত: ০৯:৪৪, ৩০ ডিসেম্বর ২০১৯

 বিজয় দিবস ক্রীড়া

তায়কোয়ানদো ॥ বাংলাদেশ তায়কোয়ানদো ফেডারেশনের উদ্যোগে জাতীয় ক্রীড়া পরিষদ জিমনেশিয়ামে রবিবার শুরু হয়েছে দুইদিনব্যাপী বিজয় দিবস তায়কোয়ানদো প্রতিযোগিতা। প্রধান অতিথি হিসেবে প্রতিযোগিতার উদ্বোধন করেন জাতীয় ক্রীড়া পরিষদের সচিব মো: মাসুদ করিম। উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বাংলাদেশ তায়কোয়ানডো ফেডারেশনের সভাপতি কাজী মোর্শেদ হোসেন কামাল। এছাড়া ফেডারেশনের সাধারন সম্পাদক মাহমুদুল ইসলাম রানা উপস্থিত ছিলেন। এ প্রতিযোগিতায় দেশের ৮ জেলা, ৪ সংস্থা ও ১০ শিক্ষা প্রতিষ্ঠাস ও কর্পোরেশন থেকে প্রায় ৪০০ (ছেলে ২৫০ ও মেয়ে ১৫০) তায়কোয়ানডো খেলোয়াড় বিভিন্ন ক্যাটাগরিতে অংশগ্রহণ করেছেন। বক্সিং ॥ বিজয় দিবস উপলক্ষে দিনব্যাপী বক্সিং প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে আজ। মোহাম্মদ আলী বক্সিং স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য টুর্নামেন্টে সেনাবাহিনী, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), পুলিশ, আনসার ও ঢাকার বিভিন্ন ক্লাবের নবীন বক্সাররা অংশ নেবেন। এখান থেকেই বাছাই করা হবে আগামীদিনের নতুন বক্সার- জানালেন ফেডারেশনের সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম তুহিন। খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেবেন ফেডারেশনের সভাপতি ও আনসারের মহাপরিচালক মেজর জেনারেল কাজী শরীফ কায়কোবাদ। এ সময় বাংলাদেশ অলিম্পিক এ্যাসোসিয়েশনের (বিওএ) উপ-মহাসচিব আশিকুর রহমান মিকু ও ফেডারেশনের সহ-সভাপতি নিজামউদ্দিন চৌধুরী পারভেজ উপস্থিত থাকবেন।
×