ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সেঞ্চুরিয়ন টেস্টে প্রোটিয়াদের দুর্দান্ত জয়

প্রকাশিত: ০৯:৪২, ৩০ ডিসেম্বর ২০১৯

সেঞ্চুরিয়ন টেস্টে প্রোটিয়াদের দুর্দান্ত জয়

স্পোর্টস রিপোর্টার ॥ ক্রিকেট সাউথ আফ্রিকার (সিএসএ) নতুন ডিরেক্টর গ্রায়েম স্মিথ, প্রধান কোচ মার্ক বাউচার, ব্যাটিং পরামর্শক জ্যাক ক্যালিস- সাবেক গ্রেটদের পাশে পেয়ে হঠাৎই বদলে গেল দক্ষিণ আফ্রিকা? ক্রিকেটপ্রেমীদের মনে প্রশ্নটা জাগতেই পারে। ঘরের মাটিতে প্রোটিয়াদের শুরুটা যে হয়েছে দুর্দান্ত। সেঞ্চুরিয়ন টেস্টে দারুণ এক জয় পেয়েছে দক্ষিণ আফ্রিকা। ‘বক্সিং ডে টেস্টে’ প্রবল প্রতিপক্ষ ইংল্যান্ডকে ১০৭ রানে হারিয়ে চার ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে ফ্যাফ ডুপ্লেসিসের দল। লক্ষ্য ৩৭৬। জিততে হলে নিজেদের টেস্ট ইতিহাসটা নতুন করেই লিখতে হতো ইংলিশদের। সফরকারীদের শুরুটাও হয়েছিল আশাজাগানিয়া। কিন্তু প্রোটিয়া পেস-তা-বের মুখে রবিবার চতুর্থদিনে দ্বিতীয় ইনিংসে ২৬৮ রানে অলআউট হয় জো রুটের দল। প্রথম ইনিংসে তারা গুটিয়ে গিয়েছিল ১৮১ রানে। দক্ষিণ আফ্রিকা ২৮৪ ও ২৭২। রাবাদা ৭ ও ভারনন ফিল্যান্ডার নিয়েছেন ৪ উইকেট। তবে প্রথম ইনিংসে কার্যকর ৯৫ রান ও চমৎকার সব স্টাম্পিংয়ের জন্য ম্যাচসেরা হয়েছেন উইকেটরক্ষক-ব্যাটসম্যান কুইন্টন ডি কক। ১ উইকেটে ১২১ রান নিয়ে দিন শুরু করা জো রুটদের জিততে ৯ উইকেট হাতে নিয়ে আরও ২৫৫ রান প্রয়োজন ছিল। তারা আগের শেষ তিন ইনিংসে যেখানে কোনটিই তিন শ’ পার হতে পারেনি। সেখানে চতুর্থ ইনিংসে পৌনে চার শ’ রান তাড়া করাটা বেশ কঠিনই ছিল। আগেরদিন শেষ বেলার ব্যাটিংয়ে সেই কঠিন কাজটাই করে ফেলার আশা জাগিয়েছিল সফরকারীরা। তবে রাবাদা ও নর্টজের বোলিংয়ে দিক হারায় তারা। পরে উইকেট শিকারে যোগ দেন স্পিনার কেশভ মহারাজও। লাঞ্চের আগে ইংল্যান্ড হারায় ২ উইকেট। ৭৭ রান নিয়ে দিন শুরু করা ররি বার্নসকে সাত সকালেই ফিরিয়ে দেন নর্টজে। আগেরদিনের আরেক অপরাজিত ব্যাটসম্যান জো ডেনলিও ফিরেন দ্রুত। তাদের পর লম্বা সময় ক্রিজে থাকতে পারেন কেবল অধিনায়ক রুট। চতুর্থ উইকেটে বেন স্টোকসের সঙ্গে গড়েন ৪৬ রানের জুটি। মহারাজের বলে স্টোকস বোল্ট হওয়ার পর আর কেউ তেমন প্রতিরোধ গড়তে পারেননি। এরপর বল হাতে আগুন ঝরান রাবাদা। কোচিং স্টাফ ও পরিচালনা পরিষদে একঝাঁক সাবেক তারকা খেলোয়াড়দের হাত ধরে জয় দিয়ে নতুনভাবে যাত্রা শুরু করল প্রোটিয়ারা। টানা পাঁচ টেস্টে হারের পর পেল জয়ের স্বাদ। অন্যদিকে বিশ্বকাপ জয়ী ইংল্যান্ড গত মাসে নিউজিল্যান্ড সফরে দুই ম্যাচের টেস্ট সিরিজ হেরেছিল ১-০ ব্যবধানে। এবার দক্ষিণ আফ্রিকা সফরও শুরু করল পরাজয় দিয়ে। শুক্রবার কেপটাউনে শুরু সিরিজের দ্বিতীয় টেস্ট। স্কোর ॥ দক্ষিণ আফ্রিকা প্রথম ইনিংস- ২৮৪/১০ (৮৪.৩ ওভার; মর্করাম ২০, হামজা ৩৯, ডুপ্লেসিস ২৯, ডি কক ৯৫, প্রিটোরিয়াস ৩৩, ফিল্যান্ডার ৩৫; ব্রড ৪/৫৮, কারান ৪/৫৮) ও দ্বিতীয় ইনিংস- ২৭২/১০ (৬১.৪ ওভার; এলগার ২২, ডুপ্লেসিস ২০, ভ্যান ডার ডুসেন ৫১, নর্টজ ৪০, ডি কক ৩৪, ফিল্যান্ডার ৪৬; আর্চার ৫/১০২, স্যাম কারান ২/২২)। ইংল্যান্ড প্রথম ইনিংস- ১৮১/১০ (৫৩.২ ওভার; ডেনলি ৫০, রুট ২৯, স্টোকস ৩৫, কারান ২০; রাবাদা ৩/৬৮, ফিল্যান্ডার ৪/১৬, নর্টজ ২/৪৭) ও দ্বিতীয় ইনিংস ২৬৮/১০ (৯৩ ওভার; বার্নস ৮৪, সিবলি ২৯, রুট ৪৮, বাটলার ২২; রাবাদা ৪/১০৩, নর্টজ ৩/৫৬, মহারাজ ২/৩৭)। ফল ॥ দক্ষিণ আফ্রিকা ১০৭ রানে জয়ী। ম্যাচসেরা ॥ কুইন্টন ডি কক (দক্ষিণ আফ্রিকা)। সিরিজ ॥ চার টেস্টে দক্ষিণ আফ্রিকা ১-০ ব্যবধানে এগিয়ে।
×