ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

চাটমোহরে ফসলি জমিতে অবৈধ ইটভাঁটি

প্রকাশিত: ০৮:৪৯, ৩০ ডিসেম্বর ২০১৯

 চাটমোহরে ফসলি  জমিতে অবৈধ  ইটভাঁটি

নিজস্ব সংবাদদাতা, পাবনা, ২৯ ডিসেম্বর ॥ চাটমোহর উপজেলার কামালপুর গ্রামে ফসলি জমির মাঝখানে নিয়ম-নীতির তোয়াক্কা না করে লাইসেন্সবিহীন ইটভাঁটি গড়ে তোলা হয়েছে। এ কে বি ব্রিকস নামের এ ভাঁটির ধুলা, কালো ধোঁয়া ও আগুনের তাপে ধংস হচ্ছে নিকটবর্তী এলাকার সবুজ মাঠ, বনজ সম্পদ ও ফলদ গাছ। স্থানীয় প্রশাসনকে ম্যানেজ করে ইটভাঁটি মালিক কোন কিছু তোয়াক্কা না করে দাম্ভিকতার সঙ্গে তার অবৈধ ব্যবসা করছেন। এ নিয়ে এলাকাবাসীর মধ্যে ক্ষোভ অসন্তোষ সৃষ্টি হয়েছে। চাটমোহর উপজেলার প্রত্যন্ত এলাকা কামালপুর গ্রামে চারদিকে ফসলি জমির মাঝখানে মাঠে অবৈধ ইটভাঁটিতে দিনরাত অবাধে কাঠ পোড়ানো হচ্ছে। কোন প্রকার নিয়মনীতিই মানা হচ্ছে না। নেই কোন প্রকার অনুমোদন। ধোঁয়ার কারণে মরে যাচ্ছে গাছপালা। পরিবেশ হচ্ছে বিপন্ন। সরেজমিনে গিয়ে দেখা যায় ইটভাঁটির চারপাশে শত শত মণ কাঠ সাজানো। গাড়িতে করে গাছ কেটে এনে কাঠ পরিমাপ করা হচ্ছে প্রকাশ্যে ভাঁটির সামনে। কাঠ পুড়ছে ভাঁটিতে। এক টুকরো কয়লাও ভাঁটি কোথাও খুঁজে পাওয়া গেল না। পরিবেশ অধিদফতরের ছাড়পত্র আছে কি না এ প্রশ্নের উত্তরে ভাঁটির মালিক পরিচয়দানকারী ঈশ্বরদী উপজেলার বাসিন্দা আয়ুব আলী জানান, পরিবেশ অধিদফতরের ছাড়পত্রের কোন প্রযোজন নেই। তিনি আরও বলেন, দেশে কত কিছু অবৈধ আমি তো ইটের ভাঁটি চালাচ্ছি। তাছাড়া বিজয় দিবসের হিসেবে ইউএনও অফিসকে ২০ হাজার টাকা দেয়ার কথাও তিনি জানান।
×