ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

চরফ্যাশনে ৪০ মণ জাটকাসহ পাঁচ মৎস্যজীবী আটক

প্রকাশিত: ০৮:৪৭, ৩০ ডিসেম্বর ২০১৯

 চরফ্যাশনে ৪০ মণ জাটকাসহ পাঁচ  মৎস্যজীবী আটক

নিজস্ব সংবাদদাতা, চরফ্যাশন, ২৯ ডিসেম্বর ॥ জাটকা সংরক্ষণ অভিযানের অংশ হিসেবে ভোলার চরফ্যাশনের চরমানিকা কোস্টগার্ড কন্টিনজেন্ট কমান্ডার আলমগীর হোসেনের নেতৃত্বে কোস্টগার্ড বাহিনী শনিবার রাতে বুড়াগৌরঙ্গা নদীতে অভিযান চালিয়ে একটি ফিশিং ট্রলার, ৪০ মণ জাটকা ইলিশসহ পাঁচ জেলে আটক করেছেন। আটক জেলেদের রবিবার উপজেলা মৎস্য অফিসারের মাধ্যমে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেটের নিকট সোপর্দ করেছেন। আটকৃত জেলেরা হলেন- তজুমদ্দিন উপজেলার কাজী কান্দী গ্রামের সিরাজ, চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচা থানার মাঝের চর গ্রামের কামাল হাওলাদার, উত্তর চর মানিকা গ্রামের সুলতান, সৈনিকপাড়া গ্রামের আরিফ, চর কচ্ছপিয়া গ্রামের রিপন। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ রুহুল আমিনের আদেশে আটক জাটকা এতিমখানা, মাদ্রাসা ও দুস্থ পরিবারদের মধ্যে বিতরণ করেন উপজেলা মৎস্য কর্মকর্তা। এ সময় ১২০ কেজি সাগরের বিভিন্ন প্রজাতির মাছ নিলামে ৫ হাজার টাকা বিক্রি করা হয়।
×