ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

হাবিব মোস্তফার সুরে এক ডজন গান

প্রকাশিত: ১২:১৫, ২৯ ডিসেম্বর ২০১৯

হাবিব মোস্তফার সুরে এক ডজন গান

সংস্কৃতি ডেস্ক ॥ সময়ের আলোচিত সুরকার হাবিব মোস্তফা চলতি বছরের শুরু থেকেই ভিন্ন আঙ্গিকের কাজ দিয়ে শ্রোতাদের চমকে দিয়েছেন। সরব ছিলেন বছর জুড়েই। সুফি-ফোক ঘরানার কাজের সমান্তরালে পরিচ্ছন্ন প্রেমের গান উপহার দিয়েছেন তিনি। সুর তৈরির পাশাপাশি রচনা করেছেন একাধিক গান, গেয়েও দেখিয়েছেন মুন্সিয়ানা। ২০১৯ সালে হাবিব মোস্তফার সুরে প্রকাশ পাওয়া গানগুলো হলো রিংকুর কণ্ঠে ‘জিকির’, ‘মানব সেবা’, আমিরুল মোমিনীন মানিকের কণ্ঠে ‘মুখোশ মানুষ’, রঙ্গন হৃদ্য’র কণ্ঠে ‘প্রেমের তুলি’, পরানের কণ্ঠে ‘পথশিশু’, আবিদ আজমের কণ্ঠে ‘আমি মুসলমান বড়ই ভাগ্যবান’, সুজন চৌধুরীর কণ্ঠে ‘নিঠুর দরদিয়া’, ‘মিথ্যে প্রণয়’, শামীম আশিকের কণ্ঠে ‘মায়ার খেলাঘর’, রাজু ম-লের কণ্ঠে ‘বন্দেগি’, শাহীন শাওনের কণ্ঠে ‘কেশবতী কন্যা’ এবং তাওহীদুল ইসলামের কণ্ঠে ‘ফেরার গান’। খ্যাতিমান সুরকার নাজির মাহমুদের সুরে হাবিব মোস্তফা ও শিল্পী বিশ^াসের কণ্ঠে প্রকাশিত ‘মন পাঁজরে’ শিরোনামের গানটি শ্রোতাদের প্রশংসা কুড়িয়েছে। এ প্রসঙ্গে হাবিব মোস্তফা বলেন, কাজ করার ক্ষেত্রে একটি আত্মদায়বদ্ধতা থাকে, সময়ের স্রোতে গা না ভাসিয়ে যা আমাকে শুদ্ধ ও পরিচ্ছন্ন কাজের কাজ করার জন্য অনুপ্রেরণা হয়ে কাজ করে। গুণী-মেধাবী সঙ্গীত ব্যক্তিদের বহুমাত্রিক কাজের সহযোদ্ধা হিসেবে কাজ করেছি বছর জুড়েই, এটা বেশ আনন্দদায়ক ছিল। অর্জন, সফলতা-ব্যর্থতার বিচার শ্রোতাদের কাছে। ইচ্ছে রয়েছে আগামী বছর সায়রা রেজা, দিলরুবা খান, মনির খান, এফএ সুমন, ঐশী, পারভেজসহ দেশের সব তারকা শিল্পীদের নিয়ে কাজ করার। আল্লাহর হুকুম ও শ্রোতাদের ভালবাসা সে ইচ্ছাকে আলোতে রূপ দিবে সেই বিশ^াস নিয়ে এগিয়ে যাচ্ছি।
×