ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

নাইটহুড উপাধি পাচ্ছেন ক্লাইভ লয়েড

প্রকাশিত: ১২:১০, ২৯ ডিসেম্বর ২০১৯

নাইটহুড উপাধি পাচ্ছেন ক্লাইভ লয়েড

স্পোর্টস রিপোর্টার ॥ ইংল্যান্ডকে ইতিহাসে প্রথমবারের মতো বিশ্বকাপের শিরোপা উপহার দিয়েছেন অধিনায়ক ইয়ন মরগান। সেখানে সাফল্যের অন্যতম রূপকার ছিলেন বেন স্টোকস। অনেকে নিউজিল্যান্ড বংশোদ্ভূত এই অলরাউন্ডারকে নাইটহুডে ভূষিত করার আহ্বান জানিয়েছিলেন। কিন্তু ইংল্যান্ড এ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) পক্ষ থেকে জানানো হয়েছে ২০১৯ নাইটহুড উপাধি পাচ্ছেন ওয়েস্ট ইন্ডিয়ান কিংবদন্তি ক্লাইভ লয়েড। আর বিশ্বকাপ জয়ী সেনাপতি মরগান, তুখোড় স্টোকস, ব্যাটসম্যান জো রুট আর উইকেটরক্ষক-ব্যাটসম্যান জস বাটলারকে দেয়া হবে বিশেষ সাম্মানিক পদ। বর্তমানে ৭৫ বছর বয়সী লয়েড ১৯৭৫ এবং ১৯৭৯ সালে টানা দুবার লর্ডসে শিরোপা উঁচিয়ে ধরেছিলেন। এর আগে উইন্ডিজ থেকে স্যার গ্যারি সোবার্স, স্যার এভারটন উইকস এবং স্যার ভিভ রিচার্ডস নাইটহুড উপাধি পেয়েছিলেন। ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের (ডব্লিউআইসিবি) অফিসিয়াল টুইটার এ্যাকাউন্ট থেকে জানানো হয়, ‘স্যার ক্লাইভ, অভিনন্দন। ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্লাইভ যিনি ক্রিকেটে তার অসাধারণ কীর্তির জন্য নতুন বছরের সম্মানে নাইটহুড উপাধি গ্রহণ করতে প্রস্তুত।’ মাত্র ২২ বছর বয়সে ভারতের বিপক্ষে টেস্ট ক্রিকেটে অভিষেক হয়েছিল লয়েডের। ১১০টি টেস্ট খেলে নিজের ক্যারিয়ারে তিনি করেছেন ৭৫১৫ রান, ব্যাটিং গড় ৪৬.৬৭। উইন্ডিজদের হয়ে খেলেছিলেন ৮৭ ওয়ানডে ম্যাচ। টেস্টে ১৯টি সেঞ্চুরি আর ৩৯টি ফিফটির মালিক তিনি। প্রথমশ্রেণীর ৪৯০ ম্যাচে করেছেন ৩১ হাজারের বেশি রান, যেখানে তার সেঞ্চুরি সংখ্যা ৭৯টি আর ফিফটি ১৭২টি।
×