ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সাধারণ উপহারেই আত্মহারা

প্রকাশিত: ১১:২৩, ২৯ ডিসেম্বর ২০১৯

সাধারণ উপহারেই আত্মহারা

সুদূর ফিনল্যান্ড থেকে বলগা হরিণের টানা গাড়িতে ঝোলাভর্তি উপহার নিয়ে বিশ্বের নানা জায়গায় ঘুরে বেড়ান সান্তা ক্লজ। বছরের এই একটি সময়েই তার বিশ্বভ্রমণ। সেইসঙ্গে ছোটদের পছন্দমতো উপহার দেয়া। তাতেই বিখ্যাত লাল আলখাল্লা, সাদা চুলদাড়ির ওই বুড়ো। সান্তা নামক সদাহাস্যময়, বন্ধুবৎসল ব্যক্তিত্বের আড়ালে ছোটদের ক্রিসমাসের উপহার কিন্তু দেন তাদের প্রিয়জনেরাই। বড়দিনের সকালে যা হাতে পেয়ে হাসি ফুটে ওঠে তাদের মুখে। তেমনই এক ছোট্ট শিশুর হাসিতে সারাবিশ্ব উচ্ছ্বসিত। সবচেয়ে সাধারণ একটা উপহার পেয়ে সবচেয়ে আনন্দময় প্রতিক্রিয়া তার। ক্রিসমাসের আগে মা-বাবার কাছ থেকে উপহার পেয়ে গেছে ছোট্ট মেয়েটি। দেখা গেছে, হাতে পাওয়া রঙিন মোড়ক খুলে একটি ছোট্ট মেয়ে দেখে, তাতে কলা রাখা আছে। প্রথমে সে একটু চেঁচিয়ে উঠে বলে, কলা! কিন্তু তারপরেই মেয়েটি খিলখিলিয়ে হেসে উঠে বলে- ‘আমি খুব খুশি।’ সেই নির্মল হাসি দেখেই বোঝা যায়, এমন সাধারণ একটা উপহারও তাকে কত খুশি করে তুলেছে। -টুইটার
×