ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

পৃথিবীতেই মঙ্গলের শীত

প্রকাশিত: ১১:২২, ২৯ ডিসেম্বর ২০১৯

পৃথিবীতেই মঙ্গলের শীত

মঙ্গলগ্রহে প্রচ- ঠা-া তাই সেখানে মানুষ থাকে না। তবে আলাস্কার তাপমাত্রা এখন মঙ্গল গ্রহের মতো। চারদিক থেকে ঠা-া হাওয়া বইছে সেখানে। তাপমাত্রা পৌঁছে গেছে মাইনাস ৬০ ডিগ্রীর নিচে। যা এ বছরের রেকর্ড। বলা হচ্ছে, মঙ্গল গ্রহের চারপাশে এই তাপমাত্রা দেখা যায়। এমনই পরিস্থিতি তৈরি হয়েছে সেখানে। সেøজ গাড়ির জন্য বিখ্যাত আলাস্কা। এমনিতেই শীতে কাঁপছে উত্তর গোলার্ধ। শৈত্যপ্রবাহের জেরে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। বাইরে বেরোতে পারছেন না সাধারণ মানুষ। কঠিন পরিস্থিতি তৈরি হয়েছে আলাস্কায়। প্রবল শীতের প্রকোপ সেখানে নতুন কিছু নয়। সারাবছরই তাপমাত্রা হিমাঙ্কের নিচেই থাকে। এবার গত ৭০ বছরের রেকর্ড ভেঙ্গে গেছে। এই বছর যে ঠা-া পড়েছে ১৯৫০ সালের রেকর্ড ভেঙ্গেছে। সে বছর একটানা ২০ দিন মাইনাস ৪০ ডিগ্রী সেলসিয়াসের নিচে ছিল আলাস্কার তাপমাত্রা। এবার সেটা আরও কমেছে। প্রায় ২০ ডিগ্রী তাপমাত্রা কমে মাইনাস ৬৫ ডিগ্রীতে পৌঁছেছে তাপমাত্রা। জল জমে বরফ হয়ে গেছে। আলাস্কার আবহাওয়া দফতর জানিয়েছে, অন্যান্য বছরে চেয়ে এবার মাইনাস ৩৫ ডিগ্রী নিচে নেমেছে তাপমাত্রা। চারদিকে কুয়াশা আর বরফে ছেয়ে আছে পুরো এলাকা। নতুন বছরের শুরুতে তাপমাত্রা আরও কমার সম্ভাবনা রয়েছে। যে রকম শীত এবার আলাস্কায় পড়েছে ঠিক তার উল্টো প্রভাব পড়েছে গরমে। রেকর্ড গরম অনুভূত হয়েছে আলাস্কায়। পরিবেশ দূষণের কারণেই ওই পরিস্থিতি তৈরি হচ্ছে বলে মনে করছেন আবহওয়াবিদরা। -ইন্ডিয়া টাইমস
×