ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

শেখ হাসিনার নেতৃত্বে সন্ত্রাস ও জঙ্গী নির্মূলের সঙ্গে সঙ্গে শিল্প সংস্কৃতির বিপ্লব ঘটবে ॥ নাসিম

প্রকাশিত: ১১:২২, ২৯ ডিসেম্বর ২০১৯

শেখ হাসিনার নেতৃত্বে সন্ত্রাস ও জঙ্গী নির্মূলের সঙ্গে সঙ্গে শিল্প সংস্কৃতির বিপ্লব ঘটবে ॥ নাসিম

স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ ॥ শিল্প সংস্কৃতিকে এগিয়ে নিতে দেশের তরুণ সমাজকে অগ্রণী ভূমিকা পালনের আহ্বান জানিয়ে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, ১৪ দলের মুখপাত্র ও খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোহাম্মদ নাসিম এমপি বলেছেন, শিল্প সংস্কৃতিকে ধারণ করতে, যুব সমাজকে রক্ষা করতে মাদক, সন্ত্রাস ও জঙ্গী নির্মূলের কোন বিকল্প নেই । বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এ দেশে সন্ত্রাস ও জঙ্গী নির্মূল হবেই- একই সঙ্গে এ দেশে শিল্প সংস্কৃতির বিপ্লব ঘটানো হবে। তিনি শনিবার সন্ধ্যায় সিরাজগঞ্জে শিল্পকলা একাডেমি আয়োজিত গুণীজন সম্মাননা পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। এর আগে তিনি তার নির্বাচনী এলাকা কাজীপুরের সীমান্ত বাজার ও পিপুলবাড়িয়ায় দলীয় নেতাকর্মীদের সঙ্গে চলমান রাজনীতি নিয়ে মতবিনিময়কালে সিটি নির্বাচন নিয়ে এ কথা বলেছেন। তিনি বিএনপিসহ সকল দলের নির্বাচনে অংশ নেবার সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বলেছেন- আওয়ামী লীগ জনগণের দল, নির্বাচনে জনগণের কাছে যাবে। নির্বাচনী ফলাফল যাই হোক তা মেনে নেবে আওয়ামী লীগ। বিএনপিকে উদ্দেশ করে তিনি বলেন- নির্বাচনে জনগণ ভোট না দিলে কোন দল কারচুপির অজুহাত তুলে ষড়যন্ত্র করবেন তা এ দেশের জনগণ মেনে নেবে না। শহরের শহীদ এম. মনসুর আলী অডিটরিয়ামে অনুষ্ঠিত শিল্পকলা একাডেমি সম্মাননা পুরস্কার প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা শিল্পকলা একাডেমির সভাপতি ড. ফারুক আহাম্মদ। অনুষ্ঠানে বিশেষ পুলিশ সুপার টুটুল চক্রবর্তী, ড. জান্নাত আরা তালুকদার হেনরী, আসাদ উদ্দিন পবলু ও হেলাল আহমেদ। ন্বাগত বক্তব্য দেন জেলা শিল্পকলা একাডেমির সদস্য সচিব ও জেলা কালচারাল অফিসার মাহমুদুল আলম লালন। জেলা শিল্পকলা একাডেমি আয়োজিত গুণীজন সম্মাননা পুরস্কার প্রদান অনুষ্ঠানে ২০১৬-২০১৮ তিন বছরের জন্য কণ্ঠ সঙ্গীত, লোক সংস্কৃতি, নাটক, আবৃত্তি ও চারুকলায় বিশেষ অবদানের জন্য জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা পুরস্কার দেয়া হয় সিরাজগঞ্জের ১৫ জন গুণী ব্যক্তিকে। তাদের হাতে তুলে দেয়া হয় নগদ অর্থ, সম্মাননা ক্রেস্ট ও উত্তরীয়। পুরো অনুষ্ঠান পরিচালনা করেন নুর নবী খান জুয়েল।
×