ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

মোঃ মাসুদ খান

এসএসসি পদার্থবিজ্ঞান

প্রকাশিত: ০৯:৪৩, ২৯ ডিসেম্বর ২০১৯

এসএসসি পদার্থবিজ্ঞান

প্রধান শিক্ষক ডেমরা পাবলিক স্কুল এন্ড কলেজ ডেমরা, ঢাকা। ই-মেইল: [email protected] অধ্যায় - ৫ পদার্থের অবস্থা ও চাপ জ্ঞানমূলক প্রশ্নোত্তর ৭১। কত তাপমাত্রায় প্লাজমা অবস্থার উৎপত্তি হয়? উত্তর : কয়েক হাজার ডিগ্রি সেলসিয়াস ৭২। প্লাজমা কাকে বলে? উত্তর : অতি উচ্চ তাপমাত্রায় আয়নিত গ্যাসকে প্লাজমা বলে। ৭৩। ঘনত্ব কাকে বলে? উত্তর : কোনো বস্তুর একক আয়তনের ভরকে তার উপাদানের ঘনত্ব বলে। ৭৪। প্যাসকেলের সূত্রটি লিখ। উত্তর : আবদ্ধ পাত্রে তরল বা বায়বীয় পদার্থের কোনো অংশের উপর চাপ প্রয়োগ করলে সে চাপ কিছুমাত্র না কমে তরল বা বায়বীয় পদার্থের সবদিকে সমানভাবে সঞ্চালিত হয় এবং তরল বা বায়বীয় পদার্থের সংলগ্ন পাত্রের গায়ে লম্বভাবে ক্রিয়া করে। ৭৫। হুকের সূত্রটি লিখ। উত্তর : স্থিতিস্থাপক সীমার মধ্যে বস্তুর পীড়ন বিকৃতির সমানুপাতিক। ৭৬। আর্কিমিডিসের নীতিটি লিখ। উত্তর : কোনো বস্তুকে স্থির তরল বা বায়বীয় পদার্থে আংশিক বা সম্পূর্ণ নিমজ্জিত করলে বস্তুটি কিছু ওজন হারায়। এ হারানো ওজন বস্তু দ্বারা অপসারিত তরল বা বায়বীয় পদার্থের ওজনের সমান। ৭৭। বিকৃতি কাকে বলে? উত্তর : বাহ্যিক বল প্রয়োগে বস্তুর একক দৈর্ঘ্যরে বা একক আয়তনের পরিবর্তনকে বিকৃতি বলে। ৭৮। স্থিতিস্থাপক পদার্থ কাকে বলে? উত্তর : যেসব পদার্থের স্থিতিস্থাপক ধর্ম আছে তাদেরকে স্থিতিস্থাপক পদার্থ বলে। ৭৯। পীড়ন কাকে বলে? উত্তর : বস্তুর ভিতর একক ক্ষেত্রফলে লম্বভাবে উৎপন্ন বিকৃতি প্রতিরোধকারী বলের মানকে পীড়ন বলে। ৮০। ম্যাগমা কাকে বলে? উত্তর : ভূ-অভ্যন্তরের উত্তপ্ত গলিত পদার্থকে ম্যাগমা বলে। ৮১। ম্যাগমার প্রধান উপাদান কী? উত্তর : সিলিকন ৮২। প্রবাহী কাকে বলে? উত্তর : যে পদার্থ প্রবাহিত হয় বা হতে পারে তাকে প্রবাহী বলে। ৮৩। বায়ুমন্ডলীয় চাপ কাকে বলে? উত্তর : বায়ুমন্ডল তার ওজনের জন্য ভূপৃষ্ঠে প্রতি একক ক্ষেত্রফলে যে পরিমাণ বল প্রয়োগ করে, তাকে ঐ স্থানের বায়ুমন্ডলীয় চাপ বলে। ৮৪। হাইড্রোলিক প্রেস কোন সূত্রের উপর ভিত্তি করে তৈরি? উত্তর : প্যাসেকেলের সূত্রের উপর। ৮৫। ব্রিজ বা ফ্লাইওভারের ডিজাইনে কী উল্লেখ থাকে? উত্তর : নির্মাণসামগ্রীর ঘনত্বের কথা।
×