ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ঠাকুরগাঁওয়ে শিশু শিক্ষার্থী সুমনা হত্যাকারীর শাস্তি দাবি

প্রকাশিত: ০৯:৩৭, ২৯ ডিসেম্বর ২০১৯

ঠাকুরগাঁওয়ে শিশু শিক্ষার্থী সুমনা হত্যাকারীর শাস্তি দাবি

নিজস্ব সংবাদদাতা, ঠাকুরগাঁও, ২৮ ডিসেম্বর ॥ শহরের সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ছাত্রী সুমনা ধর্ষণ ও হত্যার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে শনিবার শহরের প্রাণকেন্দ্র চৌরাস্তা মোড়ে মানববন্ধন কর্মসূচী পালন করেছে বিভিন্ন সাংস্কৃতিক, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন। দুপুরে ঘণ্টাব্যাপী অনুষ্ঠিত এ কমসূচী চলাকালে বক্তব্য দেন, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি দ্রৌপতি দেবী আগারওয়াল, জেলা কালেক্টরেট এ্যান্ড পাবলিক স্কুলের অধ্যক্ষ নলিনী মোহন্ত পণ্ডিত, সাংস্কৃতিক কর্মী মাসুদ আহম্মেদ সুবর্ণ, আফরোজা পারভিন রিকা, জেলা যুব ইউনিয়নের আহ্বায়ক এমদাদুল ইসলাম ভুট্টো, উন্নয়ন কর্মী মৌসুমী রহমান, নাজমীন বেগম স্নিগ্ধা প্রমুখ। এ সময় বক্তাগণ সুমনাকে ধর্ষণ ও হত্যাকা-ের সঙ্গে জড়িত রিয়াজের খালা ঠাকুরগাঁও সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষিকা লাবনী আক্তারকে অবিলম্বে গ্রেফতারের দাবি জানান। উল্লেখ্য, গত ১৫ ডিসেম্বর দুপুরে রিয়াজ আহম্মেদ কানন খাতা দেখার কথা বলে সুমনাকে ডেকে তার বাসায় নিয়ে যায়। বোয়ালমারীতে ১৫ পাটের গুদামে অগ্নিকা- সংবাদদাতা, বোয়ালমারী, ফরিদপুর, ২৮ ডিসেম্বর ॥ বোয়ালমারী উপজেলার সাতৈর বাজারে শুক্রবার (২৭.১২.১২) মধ্যরাতে আগুনে পুড়ে গেছে ১৫টি পাটের গুদাম ও একটি টিনের দোকান। এ অগ্নিকা-ে প্রায় কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। জানা যায়, শুক্রবার রাত ১টার দিকে সাতৈর বাজারে পাট গুদামে আগুন লাগে। খবর পেয়ে বোয়ালমারী ও মধুখালী উপজেলা ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ও স্থানীয়দের চেষ্টায় ৬/৭ ঘণ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা হলেন, পিকুল মোল্যা, ফরিদ মোল্যা, প্রিয়নাথ সাহা, কালাম মেম্বর, মুকুল মেল্যা, চুন্নু, নান্নু, তুষার, আকবর, প্রমুখ। তবে কিভাবে আগুনের সূত্রপাত হয়েছে এ বিষয়ে বলতে পারেননি দোকান মালিক ও ফায়ার সার্ভিস ।
×