ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

শৈলকুপায় আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ ॥ আহত ১০

প্রকাশিত: ০৯:৩৫, ২৯ ডিসেম্বর ২০১৯

শৈলকুপায় আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ ॥ আহত ১০

নিজস্ব সংবাদদাতা, ঝিনাইদহ, ২৮ ডিসেম্বর ॥ শৈলকুপা উপজেলার সোনদাহ গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে দু’দল গ্রামবাসীর সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছে। শনিবার সকালে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে। স্থানীয়রা জানান, আধিপত্য বিস্তার নিয়ে সোনদাহ গ্রামের মতলেব হোসেন ও জালাল হোসেনের সমর্থকদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। ৫ দিন আগে গ্রামের একটি চায়ের দোকানে জালাল হোসেনের লোকজন মতলেব হোসেনের এক সমর্থককে মারধর করে। এরই জের ধরে শনিবার সকালে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয়পক্ষের কমপক্ষে ১০ জন আহত হয়। খবর পেয়ে শৈলকুপা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে। আহতদের মধ্যে ৭ জনকে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এর মধ্যে একজনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। টর্চার সেল পরিদর্শন স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ চলাকালীন নগরীর ত্রিশ গোডাউন এলাকায় অবস্থিত পাক সেনাদের টর্চার সেল শুক্রবার রাতে পরিদর্শন করেছেন সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কেএম খালিদ এমপি। এ সময় বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ, নাট্যজন সৈয়দ দুলাল, সাংস্কৃতিক ব্যক্তিত্ব কাজল ঘোষ, সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র এ্যাডভোকেট রফিকুল ইসলাম খোকন উপস্থিত ছিলেন। শীতবস্ত্র বিতরণ স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ দুস্থ শীতার্তদের মাঝে চাদর বিতরণ করেছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির রাজশাহী জেলা ইউনিট। শনিবার দুপুরে রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা কলেজ মাঠে আশপাশের এলাকার ৪০০ নারী-পুরুষের মাঝে এই চাদর বিতরণ করা হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা পরিষদ ও রেড ক্রিসেন্টের জেলা ইউনিটের চেয়ারম্যান মোহাম্মদ আলী সরকার। বিশেষ অতিথি ছিলেন রেড ক্রিসেন্টের জেলা ইউনিটের সাধারণ সম্পাদক নিঘাত পারভীন। এছাড়াও উপস্থিত ছিলেন কাশিয়াডাঙ্গা কলেজের অধ্যক্ষ গোলাম গাউস, রেড ক্রিসেন্টের ইউনিট অফিসার বাকী বিল্লাহ প্রমুখ।
×