ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

২০১৯ ॥ বিক্ষোভে উত্তাল বিশ্ব

প্রকাশিত: ০৯:২২, ২৯ ডিসেম্বর ২০১৯

২০১৯ ॥ বিক্ষোভে উত্তাল বিশ্ব

২০১৯ সালে অশান্ত ছিল বিশ্বের বহু দেশ। দেশে দেশে জ্বলেছে বিক্ষোভের আগুন। সামাজিক ও অর্থনৈতিক সংস্কার, বৈষম্যমূলক ব্যবস্থা আর দুর্নীতিপ্রবণ অযোগ্য নেতৃত্বের বিরুদ্ধে সারা বছর সোচ্চার ছিলেন বিভিন্ন দেশের নাগরিক। ওয়েবসাইট। হংকং বিক্ষোভ ছিল ২০১৯ সালের সবচেয়ে দীর্ঘ আলোচিত ঘটনা। বিক্ষোভের মূলে ছিল জুনে গৃহীত প্রত্যর্পণ বিল। বিলটি শেষ পর্যন্ত প্রত্যাহার করে নেয়া হলেও গণতন্ত্রপন্থী আন্দোলন থামেনি। ২৪ নবেম্বর অনুষ্ঠিত ডিস্ট্রিক্ট কাউন্সিল নির্বাচনে গণতন্ত্রপন্থীরা আশাতীত ভাল ফল করলেও হংকংয়ের শীর্ষ নির্বাহী ক্যারি লাম তাদের দাবির প্রতি নমনীয় হননি। ৬ জুন ১০ লাখের বেশি মানুষ প্রতিবাদ মিছিল করে। স্বায়ত্তশাসিত অঞ্চলটিতে ৩০ বছরের মধ্যে এত বিশাল মিছিল আর হয়নি। এরপর সপ্তাহান্তে চলতে থাকে বিক্ষোভ। সবকিছু মিলে পরিস্থিতি ২০১৪ সালের আমব্রেলা মুভমেন্টের কথা স্মরণ করিয়ে দেয়। বছরের শুরুতেই ‘ইয়েলো ভেস্ট’ আন্দোলনে উত্তাল হয় ফ্রান্স। অর্থনৈতিক সংস্কারের দাবিতে বিক্ষোভে পুলিশের গুলিতে নিহত হয় ১১ জন, আহত হয় অন্তত পাঁচ হাজার। আলজিরিয়ায় প্রেসিডেন্ট আব্দেল আজিজ বুতেফ্লিকার পদত্যাগের দাবিতে বিক্ষোভ হয়। আন্দোলনের মুখে পদত্যাগ করেন তিনি। মস্কো সিটি কাউন্সিল নির্বাচনে বিরোধীদলীয় প্রার্থীদের প্রার্থিতা বাতিলের বিরুদ্ধে আন্দোলন হয়। আটক করা হয় তেরো শ’রও বেশি বিক্ষোভকারীকে। প্রেসিডেন্ট আব্দেল ফাত্তাহ আল সিসির পদত্যাগের দাবিতে তুমুল আন্দোলন হয় মিসরে। বছরের অন্যতম উল্লেখযোগ্য ঘটনা ছিল ইরাক ও ইরানে সরকারবিরোধী আন্দোলন। ইরাকে দুর্নীতি, বেকারত্ব ও ইরানী হস্তক্ষেপের প্রতিবাদে বিক্ষোভে ৩১৯ জনের মৃত্যু হয়। ইরানে জ্বালানির মূল্যবৃদ্ধির প্রতিবাদে আন্দোলনে প্রাণ হারান হাজারেরও বেশি বিক্ষোভকারী। বলিভিয়ায় টানা এক যুগ ক্ষমতায় থাকার পর বিক্ষোভের মুখে পদত্যাগ করেন প্রেসিডেন্ট ইভো মোরালেস। বিক্ষোভকারীদের দাবির মুখে পদত্যাগ করেন লেবাননের প্রধানমন্ত্রী সাদ হারিরি। জলবায়ু পরিবর্তন মোকাবেলায় কার্যকর পদক্ষেপ নেয়ার দাবিতে বিশ্বের কয়েক লাখ মানুষ শামিল হন বিক্ষোভে। সুইডেনের কিশোরী গ্রেটা থানবার্গের আহ্বানে সাড়া দিয়ে ক্লাস বর্জন করে প্রতিবাদ জানায় লাখো শিশু। ভারতে চিকিৎসককে গণধর্ষণের পর পুড়িয়ে হত্যার ঘটনায় দিল্লী, কলকাতাসহ বিভিন্ন স্থানে আন্দোলন হয়। এছাড়া বছরের শেষে বিতর্কিত নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদে উত্তাল হয় ভারত। বিভিন্ন রাজ্যে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষে এখন পর্যন্ত নিহত হয়েছেন ২৩ জন।
×